ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার ববি ভিসির পদত্যাগ দাবিতে গণঅনশন

প্রকাশিত: ০৯:২০, ৬ এপ্রিল ২০১৯

 এবার ববি ভিসির পদত্যাগ  দাবিতে গণঅনশন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা আন্দোলনের ১১তম দিনে শুক্রবার গণঅনশন করছে ববিশ্বদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্বদ্যালয়ের প্রশাসভবনের নিচতলায় অবস্থান নিয়ে এ কর্মসূচী শুরু করেন শিক্ষার্থীরা। যা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। অনশনরত শিক্ষার্থীরা জানায়, যতদনে তাদের দাবি অনুযায়ী ভিসি ড. এসএম ইমামুল হক স্বেচ্ছায় পদত্যাগ না করবে ততদন তারা আন্দোলন কর্মসূচী চালিয়ে যাবেন। সূত্র মতে, গত ২৬ মার্চ মহান স্বা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রদ করে শিক্ষার্থীরা। এতে ভিসি শিক্ষার্থীদের কটূক্তি করে রাজাকারের বাচ্চা বলেন। এ কটূক্তির প্রদে ভিসির পদত্যাগের দাবিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ২৮ মার্চ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট প্রশাসন। এরই মধ্যে গত ২৯ মার্চ ভিতার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় তার (ভিসি) পদত্যাগের দাবিতে একদফা আন্দোলন শুরু করেন। ৩১ মার্চ আবাসিক হলের শিক্ষার্থীদের ডাইনিং বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে গত ১ এপ্রিল আন্দোলনরত শিক্ষার্থীরা ভিকে প্রত্যাহার করে নেয়ার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকপ্রদান করেছেন। ৩ এপ্রিল শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এর আগে ৩ এপ্রিল শিক্ষার্থীরা নিজেদের শরীরের রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ভিসি’র পদত্যাগ দাবির কথা লিখে জানান।
×