ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় পুলিশ বক্সে হামলা মামলায় আসামি ২৫০

প্রকাশিত: ০৯:১৮, ৬ এপ্রিল ২০১৯

 খুলনায় পুলিশ  বক্সে হামলা মামলায়  আসামি ২৫০

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর নতুন রাস্তা মোড়ে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে পাবলা পুলিশ বক্সে হামলা, ভাংচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ শ্রমিককে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার বাগচী বাদী হয়ে এ মামলা দায়ের করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নতুন রাস্তা মোড় এলাকায় ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃঙ্খল শ্রমিক ওই এলাকার পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও একটি এ্যাম্বুলেন্স ভাংচুর করে। তাদের হামলায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল বাশারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। এসব অভিযোগে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে অসামি করে মামলা দায়ের করা হয়েছে।
×