ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের উচ্চারণ বিভ্রাট

প্রকাশিত: ০৮:৪৩, ৬ এপ্রিল ২০১৯

 ট্রাম্পের উচ্চারণ বিভ্রাট

হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিবের সঙ্গে এক বৈঠকে ‘অরিজিন’ শব্দ উচ্চারণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো কসরত করতে হয়েছে। বারবারই তিনি ‘অরিজিন’ না বলে বলে ফেলছিলেন ‘অরেঞ্জ’। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাতের অভিযোগ বিষয়ে কংগ্রেসের স্পেশাল কাউন্সিল রবার্ট মুয়েলারের সদ্য প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলার সময় এ কা- করেন ট্রাম্প। ওভাল অফিসে মঙ্গলবার ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে পাশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। তখনই সাংবাদিকদের মুয়েলারের তদন্তের আসল কারণ খতিয়ে দেখার অনুরোধ জানাতে গিয়ে ট্রাম্প ওই ভুল শব্দ উচ্চারণ করেন। -সিএনএন
×