ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলা সঙ্কট

১১ লাখ শিশুর জন্য মানবিক সহায়তা চাই ॥ ইউনিসেফ

প্রকাশিত: ০৮:৪২, ৬ এপ্রিল ২০১৯

 ১১ লাখ শিশুর জন্য মানবিক সহায়তা চাই ॥ ইউনিসেফ

ভেনিজুয়েলা সঙ্কটের শিকার শিশুদের সংখ্যা প্রায় ৫ লাখ থেকে বেড়ে এ বছর দ্বিগুণের বেশি হবে এবং এ সংখ্যা ১১ লাখে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। এদের জন্য মানবিক সাহায্যের প্রয়োজন হবে। জাতিসংঘ শিশু সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, এদের মধ্যে ছিন্নমূল শিশুরা রয়েছে যারা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর ট্র্যানজিট অবস্থান থেকে ফিরে এসেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো মনে করে যে, ভেনিজুয়েলায় রাজনৈতিক সঙ্কট আগামী মাসগুলোতে আরও তীব্র হবে এবং শিশু ও পরিবারগুলোর জন্য মানবিক পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করবে। ইউনিসেফ শিশু অধিকার সমুন্নত রাখার জন্য এ অঞ্চলে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের এক অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়, ৭০ লাখ মানুষের জন্য মানবিক সাহায্যের প্রয়োজন। এ সংখ্যা ভেনিজুয়েলার মোট জনসখ্যার প্রায় ২৪ শতাংশ। এদের খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার অর্থনৈতিক সমস্যার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপকে দায়ী করেছেন।
×