ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও স্ত্রী ম্যাকেঞ্জির রফা

বিচ্ছেদের মাসুল সাড়ে তিন হাজার কোটি ডলার

প্রকাশিত: ০৮:৪২, ৬ এপ্রিল ২০১৯

 বিচ্ছেদের মাসুল সাড়ে তিন হাজার  কোটি ডলার

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস বিয়ে বিচ্ছেদের জন্য স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে তিন হাজার পাঁচ শ’ কোটি মার্কিন ডলারের রফায় পৌঁছেছেন। ২৫ বছর সংসার করার পর গত জানুয়ারিতে টুইট করে বিচ্ছেদের ঘোষণা দেন অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা বেজোস ও ম্যাকেঞ্জি। বিবিসি। আমাজনের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বেজোসের হাতে এতদিন কোম্পানির ১৬ দশমিক তিন শতাংশ শেয়ার ছিল। যার অর্থমূল্য ১৪ হাজার তিন শ’ কোটি মার্কিন ডলার। বিচ্ছেদের চুক্তি অনুযায়ী এর চার শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছেন ম্যাকেঞ্জি। তবে কোম্পানির বোর্ডে তার ভোটিং ক্ষমতা তিনি বেজোসকেই দিয়ে দিচ্ছেন। ফলে আমাজনে বেজোসের শেয়ার আর সম্পদের পরিমাণ কমলেও কোম্পানির ওপর তার নিয়ন্ত্রণ আগের মতোই থাকছে। ওয়াশিংটন পোস্ট আর বেজোসের স্পেস ট্র্যাভেল ফার্ম ব্লু অরিজিনের শেয়ারের ভাগও সাবেক হতে চলা স্বামীর হাতে ছেড়ে দিচ্ছেন ম্যাকেঞ্জি। বেজোস-ম্যাকেঞ্জির সাড়ে তিন হাজার কোটি ডলারের এই বিচ্ছেদ আগের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। এর আগে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড ছিল আর্ট ডিলার এ্যালেক ওয়াইল্ডেনস্টাইন ও তার স্ত্রী জোসেলিনের। ১৯৯৯ সালে সেই ডিভোর্সের রফা হয়েছিল তিন শ’ ৮০ কোটি ডলারে। বৃহস্পতিবার এক টুইটে ম্যাকেঞ্জি লিখেছেন, ‘পরস্পরের সহযোগিতায়’ বিয়ে বিচ্ছেদের এই পর্ব চুকাতে পেরে সবার কাছে কৃতজ্ঞ। চার সন্তানের মা-বাবা ম্যাকেঞ্জি ও বেজোসের সংসার শুরু হয়েছিল ১৯৯৪ সালে আমাজনের যাত্রা শুরুরও আগে। সে সময় তারা দুজনেই কাজ করতেন হেজ ফান্ড ডি ইতে। বেজোস আমাজন প্রতিষ্ঠা করলে ম্যাকেঞ্জিও সেখানে যোগ দেন। তিনি ছিলেন আমাজনের প্রথম কর্মীদের একজন। সেই আমাজন এখন পরিণত হয়েছে বিরাট এক প্রতিষ্ঠানে। গতবছর এই ই-কমার্স কোম্পানির বিক্রির পরিমাণ ছিল ২৩ হাজার দুই শ’ ৮০ কোটি মার্কিন ডলার। এই আমাজনই বেজোসকে ১৩ হাজার চার শ’ কোটি মার্কিন ডলার সম্পদের মালিক করেছে। ম্যাকেঞ্জির আরেকটি পরিচয় হলো তিনি একজন গল্পকার। ‘দি টেস্টিং অব লুথার অলব্রাইট’ ও ‘ট্র্যাপস’ নামে দুটো বই প্রকাশিত হয়েছে তার। বেজোসের বয়স এখন ৫৪ বছর আর ম্যাকেঞ্জির ৪৮। গত জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে ধনী এই দম্পতির বিচ্ছেদের খবর আসার পর জেফ বেজোসের গোপন প্রেমের খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। ফক্স টিভির সাবেক উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই বেজোসের সংসার ভেঙেছে কি না, সে বিষয়েও নানা জল্পনাকল্পনা চলে। বেজোসের পক্ষ থেকে সে সময় বলা হয়, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে।
×