ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনের বিরুদ্ধে আত্মঘাতী মিশন পরিচালনার হুমকি দুতের্তের

প্রকাশিত: ০৮:৪০, ৬ এপ্রিল ২০১৯

 চীনের বিরুদ্ধে আত্মঘাতী মিশন পরিচালনার হুমকি দুতের্তের

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ পাগ-আসা দ্বীপের দাবি বেজিংকে প্রত্যাহার করতে হবে। তা না হলে তিনি আত্মঘাতী মিশন পরিচালনার নির্দেশ দেবেন। খবর গার্ডিয়ান অনলাইনের। দুতের্তে চীনের বাণিজ্য ও বিনিয়োগ আকৃষ্টের জন্য এ সাগরে বেজিংয়ের ক্রমবর্ধমান দাবির বিরুদ্ধে তার আগের সমালোচনা বেশিরভাগ সময় স্থগিত রেখেছেন। এ সাগর দিয়ে হাজার হাজার কোটি ডলারের পণ্যের ব্যবসা হয় বলে সাগরটি আঞ্চলিক বিরোধের এক কেন্দ্র হয়ে উঠেছে। ফিলিপিন্সের সামরিক বাহিনী এ সপ্তাহে সতর্কতা উচ্চারণ করে বলেছে, ম্যানিলা-অধিকৃত পাগ-আসা দ্বীপে কয়েক শ’ চীনা কোস্টগার্ড ও মাছ ধরার নৌযানের উপস্থিতি দেখা গেছে এবং প্রেসিডেন্ট দুতের্তে হুঁশিয়ারি উচ্চারণ করলেন বৃহস্পতিবার শেষের দিকে। দুতের্তে প্রসিকিউটরদের প্রতি ভাষণে বলেন, আমি কোন ওকালতি বা মিনতি করব না। কিন্তু আমি আপনাদের একটি কথাই বলছি যে, পাগ-আসা থেকে দূরে অবস্থান করুন। কারণ সেখানে আমার সৈন্যরা অবস্থান করছে। আপনারা আপনাদের দাবি ধরে রাখলে তাতে অন্য ঘটনার সৃষ্টি হবে। আত্মঘাতী মিশনের জন্য আমি আমার সৈন্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেব। দুতের্তে বারবার বলেছেন, চীনের সঙ্গে যুদ্ধ নিষ্ফলতায় গড়াবে এবং ফিলিপিনোরা এ প্রক্রিয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চীনা নৌযানগুলোর উপস্থিতি ফিলিপিন্সের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি প্রকাশের পর দুতের্তে এ কথা বলেন।
×