ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারী নির্যাতন রোধ করতে না পারলে এসডিজি অর্জন সম্ভব নয়’

প্রকাশিত: ১২:৫৭, ৫ এপ্রিল ২০১৯

নারী নির্যাতন রোধ  করতে না পারলে  এসডিজি অর্জন সম্ভব নয়’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৮ সালে ৩ হাজার ৯১৮ নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৯৪২ এবং গণধর্ষণের শিকার হয়েছেন ১৮২ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬৩ জনকে। শুধু ২০১৯ সালের জানুয়ারি মাসে ৫২ জন ধর্ষণ এবং ২২ জন গণধর্ষণের শিকার হয়েছে। এর বাইরেও অনেক ঘটনা ঘটে যা গণমাধ্যমে প্রকাশিত হয় না। নারী নির্যাতন প্রতিরোধ করতে না পারলে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নারী নির্যাতনের এ চিত্র তুলে ধরা হয়। ‘আসুন যৌন হয়রানি, ধর্ষণসহ নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলি’ শীর্ষক মতবিনিময় সভায় মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার সুলতানা কামাল, ঢাবি আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ মোজাহেরুল হক, দৈনিক সমকালের যুগ্ম সম্পাদক অজয় দাশগুপ্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্ত, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদা রেহানা বেগম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম প্রমুখ। এর আগে সিরডাপের উš§ুক্ত চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। কবিতা আবৃত্তি করেন নায়লা তারান্নুম কাকলী। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, যারা নিজেরা ধর্মের কিছুই মানেন না, তারাও নারীর অধিকার নিয়ে কথা বলেন। নারীর সমান উত্তরাধিকারের প্রশ্নে ধর্মের দোহাই তোলেন। এটি অত্যন্ত পীড়াদায়ক। সুলতানা কামাল বলেন, নারীকে যদি মানুষ ভাবতে না পারি, তাহলে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না। তিনি ‘নারীর মর্যাদা আমার মর্যাদা’ বিষয়ে ধারাবাহিক প্রচার অভিযান চালানোর প্রস্তাব রাখেন। আয়শা খানম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
×