ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টরন্টোয় কনস্যুলেট নতুন প্রজন্মকে শিকড় চেনাবে ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৩, ৫ এপ্রিল ২০১৯

 টরন্টোয় কনস্যুলেট  নতুন প্রজন্মকে  শিকড় চেনাবে ॥  প্রতিমন্ত্রী

বিডিনিউজ ॥ কানাডার টরন্টোয় নতুন কনস্যুলেট জেনারেল প্রবাসী বাংলাদেশী বিশেষ করে নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অন্টারিওর লেফটেন্যান্ট গবর্নর এলিজাবেথ ডাউডসওয়েলের উপস্থিতিতে সেখানে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এই অনুষ্ঠানের আয়োজন করেন। গত বছর ১৭ ডিসেম্বর কার্যক্রম শুরু করে নতুন এই কনস্যুলেট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এদিন শেপার্ড এভিনিউ ইস্টে অবস্থিত কনস্যুলেট জেনারেল অফিসের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। তিনি বলেন, টরন্টোতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একটি প্রতিশ্রতির বাস্তবায়ন ঘটল। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টো ও এর কনস্যুলার অধিভুক্ত প্রদেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও কনস্যুলার সেবা দেবে। ‘পাশাপাশি বাংলাদেশী-কানাডীয় নাগরিক বিশেষ করে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংযোগ সৃষ্টি ও ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করে যাবে।’ দ্রুত সময়ের মধ্যে এই কনস্যুলেট জেনারেল চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে এর কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান তিনি। শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও কানাডার সম্পর্ক ঐতিহাসিক ও পরীক্ষিত। নতুন কনস্যুলেট চালু হওয়া দুই দেশের বিদ্যমান জোরালো দ্বিপক্ষীয় সম্পর্কেরই প্রতিফলন। ‘মার্চ’ মাসকে ‘বাংলাদেশের ঐতিহ্যের মাস’ ঘোষণা করায় অন্টারিও প্রাদেশিক সরকারকে ধন্যবাদ জানান তিনি।
×