ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একভোটে বিল পাস

প্রকাশিত: ১০:৪৭, ৫ এপ্রিল ২০১৯

একভোটে বিল পাস

সরকারের বিরোধিতা সত্ত্বেও ব্রিটিশ পার্লামেন্টের ক্রস-পার্টি এমপিদের গোষ্ঠী ব্রেক্সিট সংক্রান্ত পার্লামেন্টে একটি জরুরী বিল উপস্থাপন করেন এবং বিলটি ৩১৩-৩১২ ভোটে পাস হয়। এতে প্রধানমন্ত্রী টেরেসা মে আর্টিকেল ৫০’র সময়সীমা বাড়াতে ও চুক্তিছাড়া ব্রেক্সিট এড়ানোর চেষ্টা করতে সমর্থ হবেন। খবর গার্ডিয়ান অনলাইনের। লেবার পার্টির নেতা ইয়েভেট কুপার ও কনজারভেটিভ পার্টির স্যার ওলিভার লেটুইনের নেতৃত্বে বিলটি বুধবার রাতে পাস হয়। ব্রেক্সিটপন্থীদের ও সরকার উভয়ের কয়েকটি সংশোধনী আনার চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে মধ্যরাতে মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। মধ্যরাত শেষ হওয়ার আধাঘণ্টা আগে বিলটি থার্ড রিডিংয়ের পর পাস হয়। এর পক্ষে পড়ে ৩১৩ ভোট ও বিপক্ষে পড়ে ৩১২ ভোট। বিলটি এখন লর্ডস সভায় পাস করাতে হবে।
×