ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ানাদে মনোনয়ন জমা দিলেন রাহুল

প্রকাশিত: ১০:৪৬, ৫ এপ্রিল ২০১৯

ওয়ানাদে মনোনয়ন জমা দিলেন রাহুল

অবশেষে কেরলের ওয়ানাদ আসনে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। বৃহস্পতিবার বোন প্রিয়াঙ্কাসহ অন্যান্য কংগ্রেস নেতার উপস্থিতিতে মনোনয়ন জমা দেন তিনি। খবর এনডিটিভি অনলাইনের। মনোনয়ন জমা দেয়ার পর রোড শো করেন রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল উত্তর প্রদেশের আমেথিতেও প্রার্থী হয়েছেন। সেখানকার বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ওয়ানাদে রাহুলের মনোনয়ন নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘ওয়ানাদের ভোটাররা এসে দেখে যান আমেথিতে গত পাঁচ বছরে কিছুই করেননি রাহুল। উত্তরপ্রদেশের আমেথিতে এবারও প্রার্থী হচ্ছেন রাহুল। সেই সঙ্গে গত রবিবার কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়, দক্ষিণের রাজ্য কেরলের ওয়ানাদ থেকেও ভোটে লড়বেন কংগ্রেস সভাপতি। তার পর থেকেই কেরল, তামিলনাডুসহ দক্ষিণের রাজ্যগুলোতে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত। বৃহস্পতিবার তার মনোনয়ন ঘিরে আরও চাঙ্গা হয়ে উঠেছেন কংগ্রেস কর্মীরা। বুধবার রাতেই কোঝিকোড় পৌঁছে যান রাহুল। বিমানবন্দরে আগে থেকেই হাজির ছিলেন বিপুলসংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থক। রাহুলের কিছুক্ষণ পরই সেখানে পৌঁছান প্রিয়াঙ্কা। দু’জনকেই স্বাগত জানান কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি, সাবেক মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডি।
×