ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে কপ্টার হামলায় ৫ রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ১০:৪৪, ৫ এপ্রিল ২০১৯

মিয়ানমারে কপ্টার হামলায় ৫ রোহিঙ্গা নিহত

বিডিনিউজ ॥ মিয়ানমারের রাখাইনে একদল রোহিঙ্গার ওপর সামরিক হেলিকপ্টার হামলায় পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। গ্রামবাসীসহ এক আইনপ্রণেতা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তবে সামরিক বাহিনীর মুখপাত্র এ বিষয়ে কোন মন্তব্য করেননি। মেজর জেনারেল তুন তুন নি বলেছেন, সেনাবাহিনী যথাসময়ে এ ঘটনা সম্পর্কে ‘সত্য খবর’ জানাবে। রোহিঙ্গাদের ওপর সর্বসাম্প্রতিক হামলার এ ঘটনাটি ঘটেছে রাখাইনের একটি গ্রামের কাছে বুথিডাং শহরের একটি উপত্যকায়। রোহিঙ্গাদের দলটি সেখানে বাঁশ সংগ্রহ করছিল। কিন তুয়াং গ্রামের কমিউনিটি লিডার জ কির আহমেদ টেলিফোনে রয়টার্সকে বলেন, বুধবার বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর বিমান হামলায় আমাদের এক গ্রামবাসীসহ পাঁচজন নিহত হয়েছে। গ্রামের লোকজন বাইরে যাওয়ার সাহস পায় না। তারা ভয়ে ভয়ে আছে। স্থানীয় এলাকার এক শ্রমিক রশীদ আহমেদ জানান, তারা সাই দীন উপত্যকায় কাজ করার সময় তার বড় ভাই, চাচা এবং ভাতিজাকে গুলি করে মারা হয়েছে। তারা বাঁশ কেটে জড়ো করার সময় একটি হেলিকপ্টার থেকে তাদের ওপর হামলা হয়। রশীদ ছাড়াও আরও দুই গ্রামবাসী বাঁশ সংগ্রহে নিয়োজিত ওই রোহিঙ্গাদের ওপর হেলিকপ্টার হামলা হওয়ার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধি দলের প্রধান স্টিফেন সাকালিয়ান বলেছেন, তাদের টিম বুথিডাং হাসপাতাল পরিদর্শন করেছে। আরও দুই কর্মকর্তা সিনিয়র সচিব হলেন বিশেষ প্রতিনিধি ॥ আরও দুই কর্মকর্তাকে সিনিয়র সচিব করা হয়েছে। এ নিয়ে বর্তমানে সিনিয়র সচিবের সংখ্যা ১১তে উন্নীত হলো। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এই দুই কর্মকর্তা হলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মোঃ আসাদুল ইসলাম ও মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) মোঃ শামসুল আরেফিন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।
×