ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ বিএসসি নার্সিং কোর্সের নবীনবরণ

প্রকাশিত: ১০:৪৪, ৫ এপ্রিল ২০১৯

বিএসএমএমইউ বিএসসি নার্সিং কোর্সের নবীনবরণ

বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীবাগের গ্রাজুয়েট নার্সিং বিভাগে বিএসসি নার্সিং কোর্সের ৯ম ব্যাচের ছাত্রছাত্রী নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন চীফ এস্টেট অফিসার ও বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডাঃ এ কে এম শরীফুল ইসলাম। উপাচার্য বলেন, নার্সিং মহৎ পেশা। এই মহৎ পেশার মর্যাদা রক্ষায় বিএসসি নার্সিং বিষয়ে অধ্যয়নরত প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে হবে যাতে করে রোগীদের আন্তর্জাতিকমানের নার্সিং সেবা প্রদান করা সম্ভব হয়। উপাচার্য তার বক্তব্যে আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, আর্ত-মানবতার সেবায় মূর্ত-প্রতীক, মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেল-এর আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদের সেবা দানের আহ্বান জানান। Ñ বিজ্ঞপ্তি।
×