ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কার করলেই এফ আর টাওয়ার ব্যবহারোপযোগী হবে ॥ বিশেষজ্ঞ কমিটি

প্রকাশিত: ১০:৪৩, ৫ এপ্রিল ২০১৯

সংস্কার করলেই এফ আর টাওয়ার ব্যবহারোপযোগী হবে ॥ বিশেষজ্ঞ কমিটি

স্টাফ রিপোর্টার ॥ ভয়াবহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত বনানীর সেই এফ আর টাওয়ারের ২৩ তলা পর্যন্ত পাঁচ তলা অবৈধ। ১৮ তলা থেকে ২৩ তলা পর্যন্ত বেআইনীভাবে করা হয়েছে। অবৈধ তলাগুলো তৈরির কোন অনুমোদনের নক্সা পাওয়া যায়নি বলে মত দিয়েছে বুয়েট ও রাজউকের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ তদন্ত কমিটি। ভবনটি ভাঙ্গার প্রয়োজন হবে না। তবে বিশেষজ্ঞদের মত অনুযায়ী সংস্কার করলেই এটি ব্যবহারের উপযোগী হবে। বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্য বিশিষ্ট ইমারত বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী এসব তথ্য জানান। তিনি বলেন, ভবনটি পর্যবেক্ষণের পর মত দেয়া হয়েছে। সে অনুযায়ী সুপারিশ করা হয়েছে। সার্বিক পর্যালোচনায় ভবনটির ১৮ তলার ওপর থেকে ২৩ তলা পর্যন্ত মোট ৫ তলা তৈরির কোন বৈধ কাগজপত্র মেলেনি। ভবনটির একটি নক্সা পাওয়া গেছে। নক্সায় মাটি থেকে ১৮তলা পর্যন্ত অনুমোদন রয়েছে। তিনি বলছেন, ভবনটি অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হলেও এটি ভাঙ্গার প্রয়োজন হবে না। প্রয়োজনীয় সংস্কার করলে ভবনটি ব্যবহার উপযোগী হবে। তবে সংস্কার করতে অন্তত পাঁচ মাস সময় লাগবে। গত ২ এপ্রিল তদন্ত রিপোর্ট রাজউকের কাছে হস্তান্তর করা হয়েছে।
×