ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে ‘উইন্ডরাশ’ ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বাংলাদেশীরা

প্রকাশিত: ১০:৪১, ৫ এপ্রিল ২০১৯

যুক্তরাজ্যে ‘উইন্ডরাশ’ ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বাংলাদেশীরা

বাংলা ট্রিবিউন ॥ যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে, কমনওয়েলথভুক্ত দেশের অভিবাসীদের ভুল করে নাগরিকত্বের অধিকার প্রত্যাখ্যান করার ক্ষতিপূরণ হিসেবে ২০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের তহবিল গড়ে তোলা হচ্ছে। বুধবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ এই ঘোষণা দিয়েছেন। সাজিদ জাভিদ হাউস অব কমন্সকে জানিয়েছেন, ক্ষতিপূরণের দাবিদার প্রত্যেক ব্যক্তিকে কত করে ক্ষতিপূরণ দেয়া হবে সেটার কোন সীমা নির্ধারণ করা হয়নি। এই অঙ্কটি ক্ষতিপূরণের পুরো তহবিলের জন্য নির্ধারণ করা হয়েছে। যুক্তরাজ্যে অভিবাসীদের উইন্ডরাশ প্রজন্ম নামকরণে একটি জাহাজের ভূমিকা রয়েছে। ১৯৪৮ সালে উইন্ডরাশ নামের ওই জাহাজে করে জ্যামাইকা থেকে শ্রমিকদের যুক্তরাজ্যে নিয়ে আসা হতো। গত বছর বাংলাদেশীসহ ওই সময় যুক্তরাজ্যে আসা অভিবাসীদের রাষ্ট্রীয় সেবা পেতে সঙ্কটে পড়লে বিতর্ক সৃষ্টি হয়। অনেককেই নিজ দেশে ফেরত পাঠানোর হুমকি দেয়া হয়। কারণ, তারা ১৯৭৩ সালের আগে ব্রিটেনে পৌঁছার কোন নথি দেখাতে পারেননি। উইন্ডরাশ কেলেঙ্কারিতে জ্যামাইকান বা ক্যারিবীয় বংশোদ্ভূতের অধিকাংশকে আটক বা প্রত্যর্পণ করা হলেও বাংলাদেশী ও দক্ষিণ এশীয় অভিবাসীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত বছর এপ্রিলে দায়িত্ব নেয়া সাজিদ জাভিদ বলেন, যখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেই তখন উইন্ডরাশ প্রজন্মকে নিয়ে ভুল শোধরানোর অঙ্গীকার করেছিলাম। এর পর থেকেই প্রতিশ্রুতি পূরণে আমরা বিরামহীন কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত ৩ হাজার ৬০০ জনকে নাগরিকত্ব নিশ্চিত করতে সহযোগিতা করেছি, যা তাদের অধিকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিন্তু যারা ভয়াবহ দুর্ভোগ ও জটিলতায় পড়েছিলেন তাদের ক্ষতিপূরণ দেয়া উচিত। এই স্কিমে সেটাই করা হবে।
×