ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিভার ক্যান্সারে আক্রান্ত খোকন দাশের জীবন বাঁচাতে সহায়তা দিন

প্রকাশিত: ১০:৪১, ৫ এপ্রিল ২০১৯

লিভার ক্যান্সারে  আক্রান্ত খোকন দাশের জীবন বাঁচাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ অসহায় খোকন দাশের (৩৪) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দুরারোগ্যব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত। জরুরী ভিত্তিতে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। খোকন দাশ বাংলাদেশ রেলওয়ের একজন কুলি। চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল কলোনির বাটালী রোডের এনায়েত বাজারে তার বাসা। বাসার হোল্ডিং নং ৭৬৫/সি। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। এমতাবস্থায়, খোকন দাশের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৬৮১৭০০০৫৯ ও ০১৫৫৪৩১৫৩১০। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- তপন দাশ, প্রাইম ব্যাংক লিমিটেড, জুবিলী রোড শাখা, চট্টগ্রাম, হিসাব নং- ১২১ ২১০৭০০০০৭১৮। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে অসহায় ব্যক্তিদের যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×