ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা আজ

প্রকাশিত: ১০:৪১, ৫ এপ্রিল ২০১৯

আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা আজ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ শুক্রবার বিকেল ৫টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে। বিশেষ করে দলের আগামী জাতীয় সম্মেলনের প্রস্তুতিমূলক কর্মসূচী এবং উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এছাড়া বৈঠকের এজেন্ডাগুলো হলো মুজিব বর্ষ পালনে আওয়ামী লীগের সর্বস্তরে সাংগঠনিকভাবে বছরব্যাপী উপযোগী কর্মসূচী, ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচী, বঙ্গবন্ধুর পুত্র শেখ জামালের জন্মদিন, মহান মে দিবস, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচী গ্রহণসহ সমসাময়িক রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়। চার ধাপে ৪৪৪ উপজেলা পরিষদ নির্বাচনে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। এর মধ্যে ১৩৬টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের কোন নেতা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের বিদ্রোহী হিসেবে ধরে নেয় আওয়ামী লীগ। এসব বিদ্রোহীর মধ্যে অনেকে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদেও রয়েছেন। তাদের বিরুদ্ধেও কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তও আজ আসবে। এছাড়া সম্মেলন সামনে রেখে আট বিভাগের জন্য আটটি সাংগঠনিক টিম গঠন করা হবে। চলতি মাস থেকে এসব টিম তৃণমূল সফরে যাবে।
×