ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় গণসঙ্গীত উৎসব শুরু আজ

প্রকাশিত: ১০:৪১, ৫ এপ্রিল ২০১৯

জাতীয় গণসঙ্গীত উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘বিভেদের কূটচাল ভেঙে করো চুরমার/ সংগ্রামী ঐক্যে মানবতা জাগবেই’ প্রতিপাদ্যে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় গণসঙ্গীত উৎসব। বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। এতে দেশের ৩২ গণসঙ্গীতের দল বিষয়ভিত্তিক গান পরিবেশন করবে। সাত শতাধিক শিল্পীর অংশগ্রহণে একক ও দলীয় গানের সঙ্গে থাকবে নৃত্য এবং আবৃত্তি পরিবেশনা। থাকছে গণসঙ্গীত বিষয়ক সেমিনার। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। আরও বক্তব্য রাখেন উৎসব উদ্্যাপন পরিষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ এবং গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর। গোলাম কুদ্দুছ বলেন, অধিকার আদায়, লড়াইয়ের প্রশ্নে গণসঙ্গীতের আমাদের এক হাতিয়ার। আজও মুক্তির পথে, অশুভর বিপক্ষে, সাম্প্রদায়িকতার আস্ফালনে আমরা গণসঙ্গীত পরিবেশন ও চর্চা করি। উৎসবে আমরা গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে পৌঁছে দেব মানবতার ডাক। ফকির আলমগীর বলেন, গণসঙ্গীতের অন্য সঙ্গীতের মতো হলেও এর স্পর্ধা ও সাহস আছে। এই সঙ্গীত ভাষার মধ্য দিয়ে শোষণ, শ্রেণী সংগ্রামের কথা যেমন আসে তেমনি এ গান থেকে মানুষ উদীপ্ত হয়। আজ শুক্রবার বিকেল চারটায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করবেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রতিদিন বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হবে। উৎসবে প্রতিদিন দলীয় নৃত্য, একক গণসঙ্গীত, একক আবৃত্তি এবং বিষয়ভিত্তিক দলীয় গণসঙ্গীত পরিবেশিত হবে। বিষয়ভিত্তিক সঙ্গীতের মধ্যে রয়েছে ছড়াগান, স্বদেশী যুগের গান, ব্রিটিশবিরোধী গান, পঞ্চকবির গান, সাম্প্রদায়িকতা বিরোধী গান, শ্রেণী সংগ্রামের গান, সাম্রাজ্যবাদবিরোধী গান, ভাষার গান, গণঅভ্যুত্থানের গান, মুক্তিযুদ্ধের গান, বঙ্গবন্ধুকে নিবেদিত গান, আবদুল লতিফের গান, বর্ণবাদ বিরোধী গান, মানবতার গান, সম্প্রীতির গান, শেখ লুৎফর রহমানের গান, সুকান্তের গান, ওস্তাদ মমতাজ আলী খানের গান, হেমাঙ্গ বিশ্বাসের গান।
×