ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাটকল শ্রমিকদের আল্টিমেটামের শেষ দিনও সড়ক-রেলপথ অবরোধ, আহত ২৮

প্রকাশিত: ১০:৪০, ৫ এপ্রিল ২০১৯

পাটকল শ্রমিকদের আল্টিমেটামের শেষ দিনও সড়ক-রেলপথ অবরোধ, আহত ২৮

জনকণ্ঠ ডেস্ক ॥ মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত ৭২ ঘণ্টার ধর্মঘটের শেষদিন বৃহস্পতিবার বিভিন্ন সময় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বকেয়া বেতন ও মজুরি কমিশন গঠনসহ কয়েকটি দাবির বিষয়ে লিখিত চুক্তি হলেও নির্দিষ্ট সময়ে তা বাস্তবায়ন না করার অভিযোগে শ্রমিকরা এ ধর্মঘট পালন করেন। ধর্মঘট পালনকালে নরসিংদীতে শ্রমিকদের ছুড়ে মারা পাথরের আঘাতে ট্রেনের ২০ যাত্রী এবং খুলনায় পুলিশ ও শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়ায় অন্তত চার পুলিশসহ আটজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। খবর স্টাফ রিপোর্টারদের পাঠানো- জানা গেছে, নরসিংদীতে মজুরি কমিশন, গ্রাচুইটি ও পিএফের টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রেলপথ অবরোধের মধ্য দিয়ে জেলার রাষ্ট্রায়ত্ত ইউএমসি জুট মিলে টানা ৭২ ঘণ্টার অবরোধ-ধর্মঘটের শেষ দিনের কর্মসূচী পালন করেছেন পাটকল শ্রমিকরা। এদিকে এ সময় অবরোধের কারণে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রেল রুটে এক ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ সময় শ্রমিকদের ছোড়া পাথরের আঘাতে অন্তত ২০ ট্রেনযাত্রী আহত হয়। ভাংচুর করা হয় ট্রেনের জানালার কাচ। শ্রমিকরা রেললাইনে টায়ার দিয়ে অগ্নিসংযোগ করে অবরোধ রাখে ট্রেন যোগাযোগ। খুলনা ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচীর শেষ দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা জেলার নতুন রাস্তা মোড়ে পুলিশ বক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন। শ্রমিকদের কয়েকজন আহত হয়েছেন বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়। চট্টগ্রাম ॥ মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত ৭২ ঘণ্টার ধর্মঘটের অংশ হিসাবে বৃহস্পতিবারও চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা আমিন জুটমিলস এলাকায় সকাল থেকে সড়ক বন্ধ করে দেয়। আটকে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটের শাটল ট্রেন। তবে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে একপর্যায়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী ॥ চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী পাটকল শ্রমিকরা। ফলে রাজশাহী-নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
×