ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেজবানী খেয়ে মুক্তিযোদ্ধা রুমির মৃত্যু!

প্রকাশিত: ১০:৩৩, ৫ এপ্রিল ২০১৯

মেজবানী খেয়ে মুক্তিযোদ্ধা রুমির মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৪ এপ্রিল ॥ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের কুলখানি উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও নিজ এলাকা পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের লোকজন উপস্থিত থেকে মেজবানের খাবার খেয়েছেন। ওই মেজবানে যোগ দেন একই এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজেরুল হক রুমি (৭৫)। প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের মেজবান খেয়ে মুক্তিযোদ্ধা রুমি দুপুর ১টার দিকে ঘরে ফিরে মৃত্যুবরণ করেন। তিনি ৪নং ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার ছৈয়দ বাড়ির মরহুম ছৈয়দ আজিজুল হকের পুত্র। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে মেজবানের আয়োজন করেন। এতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মেজবানে ৭ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা নাজেরুল হক রুমি ডাক্তার সৈয়দ সাইফুল ইসলামের বড় ভাই। তিনি জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টায় স্থানীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারি কবরস্থানে দাফন করা হবে। পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা জানান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের মেজবান খেয়ে ঘরে ফেরার পর স্ট্রোক করে মুক্তিযোদ্ধা ছৈয়দ নাজেরুল হক রুমি মারা গেছেন। মুক্তিযোদ্ধার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
×