ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্লাইওভারের ক্ষতির আশঙ্কা

এবার আগুনে পুড়ল খিলগাঁও বাজারের এক শ’ দোকান

প্রকাশিত: ১০:২৯, ৫ এপ্রিল ২০১৯

এবার আগুনে পুড়ল খিলগাঁও বাজারের এক শ’ দোকান

স্টাফ রিপোর্টার ॥ এবার আগুনে পুড়ল রাজধানীর খিলগাঁও বাজারের অন্তত একশ’ দোকান ঘর। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য মারাত্মক আহত হয়েছেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস সদস্য প্রাথমিকভাবে আশঙ্কামুক্ত। টানা তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্র্ভিসের পনেরোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক পরিবারের স্বপ্ন। আগুনের লেলিহান শিখা অন্তত পঞ্চাশ ফুট ওপরে ওঠে খিলগাঁও ফ্লাইওভারে লাগার উপক্রম হয়েছিল। ওই সময় ফ্লাইওভারে যানবাহনর ভেতরে থাকা মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বন্ধ হয়ে পড়েছিল ফ্লাইওভারে যানবাহন চলাচল। আগুনে ফ্লাইওভারের নিচের অংশ কালো হয়ে গেছে। আগুনের তাপে ফ্লাইওভারের নিচের রড, সিমেন্ট, বালুসহ অন্য নির্মাণ সামগ্রী দুর্বল হয়ে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। বুধবার রাত পৌনে তিনটার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে রেলওয়ের অন্তত দুই বিঘা জায়গার ওপর গড়ে ওঠা খিলগাঁও বাজারে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। সেখানকার ব্যবসায়ী ওমর ফারুক (৩০) জনকণ্ঠকে বলেন, মার্কেটটিতে অন্তত একহাজার দোকান আছে। পূর্বদিকের এক নম্বর নতুন গল্লি হিসেবে পরিচিত জায়গাটি কামারপট্টি হিসেবে পরিচিত। কামারপট্টিতে কম করে হলেও দুই শতাধিক দোকান আছে। যার মধ্যে অধিকাংশই হার্ডওয়্যার, বৈদ্যুতিক সরঞ্জাম ও কাপড়ের দোকান। সরেজমিনে দেখা গেছে, মার্কেটটি একেবারেই রেল লাইন লাগোয়া। মার্কেটে বড় ধরনের অগ্নিকা- ঘটলে এবং সেখান দিয়ে ট্রেন গেলে তাতেও আগুন লেগে যাবে। এতটাই কাছে মার্কেটটি গড়ে ওঠেছে। মার্কেটের ঘরগুলো টিন আর কাঠ দিয়ে তৈরি। নিচে পাকা করা। ব্যবসায়ী ওমর ফারুক বলছিলেন, মূলত রাত আড়াইটার দিকে আগুন লাগে। আগুন লাগার পর তা হার্ডওয়্যার, কাপড়ের দোকান ও বৈদ্যুতিক সরঞ্জামে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন মূলত ভেতরে ভেতরে ছড়িয়ে পড়ে। পুরো ঘরে আগুন লাগার পর তা যখন ব্যাপক আকার ধারণ করে তখনই তা ঘরের চালের ওপর দিয়ে দেখা যায়। আর ততক্ষণে মানুষ মার্কেটে আগুন লাগার বিষয়টি জানতে পারে। আগুন এতটাই মারাত্মক হয়ে জ্বলতে থাকে যে, অন্তত পঞ্চাশ ফুট ওপর দিয়ে যাওয়া ফ্লাইওভারের নিচে আগুন গিয়ে লাগছিল। মনে হচ্ছিল আগুন পুরো ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় মারাত্মকভাবে লেগে গেছে। এ সময় ফ্লাইওভার দিয়ে যাওয়া যানবাহনের ভেতরে থাকা লোকজনের চিৎকারও শোনা যাচ্ছিল। তারা ভয়ে চিৎকার করছিলেন। এমন পরিস্থিতিতে ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মার্কেটে নিরাপত্তার দায়িত্বে থাকা যুবক রাসেল বলছিলেন, প্রতিটি দোকানে কম করে হলেও ২০ লাখ টাকার মালামাল ছিল। কোন কোন দোকানে কোটি টাকার কাছাকাছি টাকার মালামালও ছিল। সব মিলিয়ে আগুনে অন্তত একশ’ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে অন্তত ৫০ থেকে ৬০টি পুড়ে গেছে। আর বাকিগুলো আগুন নেভানোর সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে অন্তত ১০ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেকেই রোজা ও ঈদ সামনে রেখে মালামাল তুলেছিলেন। তারা রীতিমতো পথে বসে গেছেন। তিনি বলছিলেন, প্রতিটি দোকান রাত বারোটা একটার দিকে বন্ধ হয়। বিকেল থেকে রাত পর্যন্ত বেচাকেনা হওয়া টাকা পয়সা সাধারণত দোকানের ক্যাশ বাক্সেই থাকে। কারণ রাতে টাকা নিয়ে বাসায় ফেরা ঝামেলা। ছিনতাই হওয়ার ভয় থাকে। এজন্য প্রতিটি দোকানির ক্যাশ বাক্সে অন্তত ১০/১৫ হাজার টাকা থাকেই। এসব টাকা পুড়ে গেছে। বেশ কয়েকটি দোকানের ক্যাশে আরও বেশি টাকা ছিল। সেসব পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক লাখ ক্যাশ টাকাই পুড়েছে। মার্কেটের দক্ষিণ দিকে থাকা মাদ্রাসাটির শিক্ষার্থীরা বলছিলেন, মনে হচ্ছিল আগুন মাদ্রাসায় লেগে যাবে। ভয়ে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে পড়েছিল। দেখা গেছে, মাদ্রাসা মার্কেট থেকে মাত্র কয়েক গজ দূরে। মার্কেটের সীমানা ঘেঁষে মাদ্রাসার অবস্থান। তবে মার্কেটের পূর্বদিকের দুই সারিতে থাকা দোকানপাট পুড়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আগুন আর পশ্চিম ও দক্ষিণ দিকে ছড়াতে পারেনি। আগুন লাগার সময় খিলগাঁও ফ্লাইওভারের নিচের সব রাস্তা বন্ধ হয়ে যায়। আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়। এমনকি ওই সময়ে যাতে কোন ট্রেন কমলাপুর থেকে ছেড়ে না যায় এবং অন্য কোথাও থেকে ছেড়ে কমলাপুর না পৌঁছে সে বিষয়েও ফায়ার সার্ভিসের তরফ থেকে এবং সেখানে দায়িত্বরত রেল বিভাগের লোকজন কমলাপুর স্টেশনে খবর দেয়। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। তারা চারদিকের রাস্তা বন্ধ করে দ্রুত মার্কেটে পানি দিতে থাকে। চারদিক থেকে একসঙ্গে পানি দেয়ার কারণে আগুন তুলনামূলক অনেক কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণে অংশ নেয়া ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা বলছিলেন, রাতে যেভাবে আগুন লেগেছে এবং যেসব দোকানে আগুন লেগেছিল, তা অত সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। ভোরে মানুষের ভিড় কম থাকায় আগুন নেভাতে সুবিধা হয়েছে। তারপরেও টানা তিন ঘণ্টার চেষ্টার পর আগুন ভোর সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রণে আসে। সকাল দশটা পর্যন্ত মার্কেটে আর যাতে আগুন না লাগে এজন্য পানি দেয়া হয়। দশটার পর মার্কেটে আগুন লাগার আর কোন সম্ভাবনা নেই বলে নিশ্চিত হওয়া যায়। ওই সময়ই অভিযান সমাপ্ত করা হয়। খিলগাঁও ওভারব্রিজের নিচে রেলওয়ে বিভাগের সিগন্যাল দেয়ার দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছিলেন, রেললাইন খুব কাছে হওয়ায় আমরা বিষয়টি কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষকে অবহিত করি। কারণ যে জায়গায় মার্কেট গড়ে ওঠেছে তার ঠিক লাগোয়া রেললাইন। রেল সেখান দিয়ে আগুনের সময় যাতায়াত করলে রেলগাড়িতে আগুন লেগে যাবে, তাতে কোন সন্দেহ ছিল না। এজন্যই আগাম জানানো হয়েছে। আগুনের কারণে রেলগাড়ি যাতায়াতে বড় ধরনের কোন বিঘœ ঘটেনি বলে জানান দায়িত্বশীলরা। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন নেভানোর সময় আবু মূসা নামের একজন ফায়ারম্যান মারাত্মক আহত হন। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে দায়িত্বরত চিকিৎসকদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস সদর দফতর জানায়। আগুনে ২৫ দোকান ভস্মীভূত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে। শান্তিনগরে বহুতল ভবনে অগ্নিকান্ড ॥ শান্তিনগরে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শান্তিনগরের পীরের গলিতে একটি নয়তলা ভবনের সাত তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এক কর্মকর্তা জনকণ্ঠকে নিশ্চিত করেন। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, ওই ফ্ল্যাটের রান্না ঘরে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি। কীভাবে আগুন লেগেছে এবং আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
×