ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোহামেডানে নতুন ফুটবল কোচ সিন লেন

প্রকাশিত: ০৯:৪৪, ৫ এপ্রিল ২০১৯

মোহামেডানে নতুন ফুটবল কোচ সিন লেন

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী দলগুলোর মধ্যে অন্যতম মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ বেশ কয়েক বছর ধরেই দলের অবস্থা শোচনীয়, এবারের প্রিমিয়ার লীগে তারা লড়ছে অবনমন এড়াতে। তার ওপর দলে নেই ‘এ’ লাইসেন্সধারী কোন স্বীকৃত কোচ। ফলে আমিরুল ইসলাম বাবুর মতো বিতর্কিত ম্যানেজারই বনে যান ‘অঘোষিত’ কোচ। মোহামেডানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আছে- তারা কোচ ধরে রাখতে পারে না, পারিশ্রমিক নিয়ে ঝামেলা করে এবং ম্যানেজারের নেতৃত্বে একটি ‘সিন্ডিকেট’ দল নির্বাচনে হস্তক্ষেপ করে। এ কারণে চলতি মৌসুমে তাদের ছেড়ে গেছেন দু’জন কোচ। এরা হলেন ইংল্যান্ডের ক্রিস্টোফার ইভান্স এবং বাংলাদেশের আলী আসগর নাসির। যাহোক মোহামেডানের কোচ-বিষয়ক সর্বশেষ সমাচার হচ্ছে- তারা নিজেদের ডেরায় ভিড়িয়েছে আরেক নতুন কোচকে। তিনি ইংলিশ বংশোদ্ভূত ৫৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান সিন লেন। বৃহস্পতিবার দুপুরে লেনকে নিয়ে মোহামেডানে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্ট্র্যাটেজিক এ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। তিনি নিজেও একজন অস্ট্রেলিয়ান।
×