ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওজনিয়াকি-ওস্টাপেঙ্কোর জয়

প্রকাশিত: ০৯:৪১, ৫ এপ্রিল ২০১৯

ওজনিয়াকি-ওস্টাপেঙ্কোর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চার্লস্টনে ফিরেই জয়ের স্বাদ পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা বুধবার দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-২ এবং ৬-২ গেমে হারিয়েছেন জার্মানির লারা সিগেমুন্ডকে। ড্যানিশ টেনিস তারকা ছাড়াও তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন জেলেনা ওস্টাপেঙ্কো, মেডিসন কেইস, এ্যারিনা সাবালেঙ্কা এবং বেলিন্ডা বেনচিচের মতো তারকারা। চার্লস্টনে তৃতীয় রাউন্ডে জায়গা করে দারুণ খুশি অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন। এ প্রসঙ্গে ম্যাচ শেষের পর ওজনিয়াকি বলেন, ‘সে ক্লে কোর্টে খেলতে খুব ভালবাসে। যে কারণে তার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে বলেই ধরে নিয়েছিলাম। আজ আমি ভাল খেলেছি। সেই সঙ্গে আগামীকালের ম্যাচের জন্যও প্রস্তুত আছি। এই মুহূর্তে ক্লে কোর্টে সেরাটা ঢেলে দেয়াই আমার মূল লক্ষ্য। কেননা সামনেই যে ফ্র্রেঞ্চ ওপেন।’ হিসেবটা তাই ওজনিয়াকির কাছে খুব সহজ। রোঁলা গ্যাঁরোয় কোর্টে নামার আগের সময়টাতে নিজের সেরাটাই বের করে আনতে চান তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকি তৃতীয়পর্বের ম্যাচে মুখোমুখি হবেন মিহায়েলা বুজার্নেস্কুর। ১২তম বাছাই দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-৩ এবং ৬-২ গেমে হারিয়েছেন আমেরিকান বাছাই লরেন ডেভিসকে। বুধবার তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন জেলেনা ওস্টাপেঙ্কোও। লাটভিয়ার এই প্রতিভাবান খেলোয়াড় এদিন কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৬-৩ এবং ৭-৬ (৪) গেমে পরাজিত করেছেন ফেবারিট শেলবি রজার্সকে। প্রথম সেট হারের পরও ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে জেলেনা ওস্টাপেঙ্কো বলেন, ‘আমি জানি টেনিস এমন একটা খেলা যা যে কোন মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে। যে কারণেই আমি শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছি।’ ২০১৭ সালে টেনিস বিশ্বে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন ওস্টাপেঙ্কো। সে বছরেই ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়ে চমকে দিয়েছিলেন গোটা টেনিস দুনিয়াকে। সে বছরে চার্লস্টনেও ফাইনালের টিকেট কেটেছিলেন লাটভিয়ার এই তরুণী। এর পরের সময়টাতে টেনিস কোর্টে আর নিজের আলো ছড়াতে পানেনি তিনি। এবার কতদূর যাবেন ওস্টাপেঙ্কো? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। তবে রাউন্ড অব সিক্সটিনেই অগ্নিপরীক্ষা দিতে হবে ওস্টাপেঙ্কোকে। কেননা পরের রাউন্ডে যে তার প্রতিপক্ষ মেডিসন কেইস। আমেরিকান তারকা মেডিসন কেইসও চার্লস্টনের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার তিনি খুব সহজেই পরাজিত করেন টাটজনা মারিয়াকে। ভলভো কার ওপেনে জয়ের স্বাদ পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা এ্যারিনা সাবালেঙ্কাও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার তিনি পরাজিত করেন ইউক্রেনের বাছাই ক্যাটেরিনা কোজলোভাকে। বেলারুশের তৃতীয় বাছাই এদিন পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৬, ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন কোজলোভাকে। প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটেও এক পর্যায়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা সাবালেঙ্কা। কিন্তু তথাপি হাল ছাড়েননি তিনি। যার ফলও পেয়েছেন সাবালেঙ্কা। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচটাও জিতে নেন তিনি। এর পেছনের রহস্যটা কী? এ বিষয়ে সাবালেঙ্কা বলেন, ‘আমি যখন ০-২ (দ্বিতীয় সেটে) ব্যবধানে পিছিয়ে পড়েছিলাম তখন কোচের দিকে তাকিয়েছিলাম। তিনি তখন আমার বাহুর দিকে খেয়াল রাখার ইঙ্গিত দিলেন। এক ধরনের বাঘ আছে। অন্য সব কিছু ভুলে তারা শুধু লড়াই নিয়েই ব্যস্ত থাকে। পয়েন্ট লাভের আশায় আমিও শুধু লড়াইটাই চালিয়ে গেছি। আসলে আমার সাফল্যের পেছনে এটাই মূল কথা।’ চার্লস্টনে তারকাদের জয়ের দিনে অঘটনও দেখা গেছে। কেননা এদিন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে থাকা তিন খেলোয়াড় যে হেরেছেন অবাছাই খেলোয়াড়ের বিপক্ষে। তারা হলেন লাটভিয়ার চতুর্থ বাছাই এ্যানাস্তাসিজা সেভাস্তোভা, বেলজিয়ামের এলিস মার্টেন্স এবং জার্মানির জুলিয়া জর্জেস। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা সেভাস্তোভাকে এদিন ৬-৪ এবং ৬-২ গেমে হারিয়েছেন আমেরিকার জেসিকা পেগুলা।
×