ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিডিউল বিপর্যয়ে আন্তঃনগর রূপসা ও সীমান্ত এক্সপ্রেস

প্রকাশিত: ০৯:১০, ৫ এপ্রিল ২০১৯

সিডিউল বিপর্যয়ে আন্তঃনগর রূপসা ও সীমান্ত এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সিডিউল বির্যয়ের মধ্যে দিয়ে নীলফামারী-খুলনা-নীলফামারী রেলপথে চলাচল করছে জনপ্রিয় ও লাভজনক দুটি আন্তঃনগর ট্রেন সীমান্ত ও রূপসা এক্সপ্রেস। যাত্রী সাধারণের অভিযোগ ট্রেন দুটি প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। সূত্র একটি রেলপথের ওপর দিয়ে বিভিন্ন ট্রেন চলাচল করায় ক্রসিং করতে সময় লাগছে বেশি। এ দিকে যাত্রী সাধারণ ও স্টেশন মাস্টারগণের দাবি শুধু নীলফামারী খুলনা নয় সারাদেশে ডবল লাইন স্থাপন করে ট্রেন চলাচল করলে কোন ট্রেনকেই সিডিউল বিপর্যয়ে পড়তে হবেনা। জানা যায়, নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন হতে ব্রডগেজ রেলপথে খুলনার দূরত্ব ৪৪৭ কিলোমিটার। দুটি র‌্যাকের মাধ্যমে ট্রেন দুইটি সকালে ও রাতে প্রতিদিন প্রায় ২০ হাজার যাত্রী নিয়ে চলাচল করে থাকে। অভিযোগ মতে, তিন মাস ধরে ওই ট্রেন দুটির সিডিউল বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার রেল যাত্রীরা জানায়, সকালে উভয় দিকে হতে রূপসা ছেড়ে আসে। রাতে ওই ট্রেনই সীমান্ত নাম হয়ে পুনরায় উভয় দিকে ছেড়ে যায়। ফলে দিনের ট্রেন বিলম্ব হলে রাতে ট্রেনটিও বিলম্ব হচ্ছে। রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল আল মামুন এ বিষয়ে মুঠোফোনে বলেন, চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত রেলপথে ১২৪টি রেলস্টেশন রয়েছে। কক্সবাজারে ফের মালয়েশিয়াগামী ৭ রোহিঙ্গা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর পাহাড় থেকে মালয়েশিয়াগামী সাত রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পুলিশ জানায়, রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে মহেশখালীর পাহাড়ে আশ্রয় নিচ্ছে খবর পেয়ে একদল পুলিশ একাধিক পাহাড়ে অভিযানে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বড় মহেশখালী দেবাঙ্গাপাড়া পাহাড়ের চিকন জিরি এলাকার পানের বরজ হতে নারী ও পুরুষসহ ৭ রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে।
×