ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৯:০৯, ৫ এপ্রিল ২০১৯

খুলনায় গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বৃহস্পতিবার সকালে তিনি এই জাদুঘর পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। গণহত্যা জাদুঘরে মন্ত্রীকে স্বাগত জানান জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রখ্যাত ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, ট্রাস্টি সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম ও অন্যান্য ট্রাস্টিবৃন্দ। মন্ত্রী জাদুঘরের প্রত্যেকটি গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। জাদুঘরে ১৯৭১ সালের পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র ও নিদর্শন দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। কুমুদিনী মেডিক্যাল হোস্টেলে আগুন ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৪ এপ্রিল ॥ মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের নিউ হোস্টেল ভবন-২ এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও ভবন থেকে হুড়োহুড়ি করে নামার সময় কমপক্ষে পাঁচ ছাত্রী আহত ও জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের সবাইকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভবনের সিঁড়ি কোঠায় বিদ্যুতের প্যানেল বোর্ডে শর্টসার্কিট থেকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ছয়তলা পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে। মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় যুবক আল মামুন, স্যামসং কোম্পানির এসি টেকনিশিয়ান সুজন ও কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তাকর্মী গোলাম মোস্তফাসহ কয়েকজন বালি ও ৭টি ফায়ার এ্যাস্টিংগুসার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
×