ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে হাসপাতাল কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:০৯, ৫ এপ্রিল ২০১৯

যশোরে হাসপাতাল কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বৃহস্পতিবার সকালে যশোরে জেনারেল হাসপাতালে পুলিশী হামলার ঘটনায় বিক্ষোভ করেছে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মকাণ্ড বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল গোলাম রব্বানি ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতালের প্রহরী পরিতোষ কুমার জানান, সকালে হাসপাতালের কাউন্টারের সামনে ডিউটি করছিলেন। সেই সময় নারী-পুরুষ মিলিয়ে তিন শতাধিক লোক টিকিটের জন্য লাইনে ছিল। পুলিশ কনস্টেবল বুলবুল তার স্ত্রীকে নিয়ে কাউন্টারে আসেন টিকিট কাটতে। তার সঙ্গে থাকা বাইসাইকেল রাখেন কাউন্টারের পাশে। সাইকেল সরাতে বলায় তিনি পরিতোষের ওপর ক্ষিপ্ত হন। তাদের দু’জনের কথা কাটাকাটির এক পর্যায় হাসপাতালের স্টাফ সরোয়ার কী হয়েছে জানতে চান। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার ওপরও চড়াও হন বুলবুল। একপর্যায় পরিতোষের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে সরোয়ারকে পেটান পুলিশ সদস্য।
×