ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেলের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৮, ৫ এপ্রিল ২০১৯

রেলের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে ॥ রেলমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৪ এপ্রিল ॥ রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। রেলকে বাংলাদেশের সম্পদে পরিণত করা হবে। আমরা এ লক্ষ্যে কাজ করে চলেছি। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী দেড় বছরের মধ্যে একশ নতুন ইঞ্জিন কেনা হবে। ব্রডগেজ লাইনের জন্য ৪০টি নতুন ইঞ্জিন কেনার চুক্তি সই হয়েছে। আড়াইশ ব্রডগেজ কোচ কেনার প্রক্রিয়া চলছে। ৩৩টি কোচ প্রস্তুত আছে। যা আগামী পহেলা বৈশাখ ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত নন স্টপেজ চলবে। এছাড়া রেলের কর্মকর্তা কর্মচারী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে খালাসি ওয়েম্যান পদের ফলাফল দিয়ে দেয়া হবে। রাজবাড়ী জেলা প্রশাসক শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, অতিরিক্ত সচিব মুজিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ।
×