ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মা ও শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:০৮, ৫ এপ্রিল ২০১৯

মাদারীপুরে মা ও শিশুর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ এপ্রিল ॥ বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামের আহমেদ চোকদরের বাসা থেকে মা ও তার শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা রেবা খাতুন (২৫) ও বিছানা থেকে শিশুপুত্র রাইয়ানের (৩) লাশ উদ্ধার করা হয়। রেবার স্বামী লাল্টু মিয়া একটি এনজিওর মালিক। জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামের পাওয়ার হাউজ মোড়ে সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন আহমেদ চোকদারের বাসায় লাল্টু মিয়া, স্ত্রী রেবা বেগম ও তাদের ২ সন্তান নিয়ে ভাড়া থাকতেন। বুধবার রাতে ঝড়ো হাওয়া শুরু হলে পাশের বাড়ির মহিলারা কাপড় তুলতে এসে দেখতে পায় রেবা বেগম ও তার বাচ্চাদের কাপড় বাইরে ভিজছে। তারা বারবার ডেকেও সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় রেবা বেগমের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে এবং শিশু রাইয়ান বিছানায় পড়া। এ সময় ওই নারীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘরের দরজা ভেঙ্গে রেবা বেগমের ঝুলন্ত লাশ ও রাইয়ানের নিথর দেহ বিছানা থেকে উদ্ধার করে। রেবার স্বামী লাল্টু মিয়া স্থানীয় গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির মালিক। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানান। পার্বতীপুরে খনি কর্মকর্তা স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে নুর আলম সিদ্দিকী (৩৮) নামে এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খনির আবাসিক এলাকার ডরমিটরি থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নুর আলম মধ্যপাড়া কঠিন শিলা খনির ইলেকট্রিক্যাল বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলার বাগুড়িয়া ভবানীগঞ্জ গ্রামের আবদুর রহমানের ছেলে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
×