ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী ও গৃহবধূসহ নিহত ৫

প্রকাশিত: ০৯:০৬, ৫ এপ্রিল ২০১৯

ব্যবসায়ী ও গৃহবধূসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশালে বাসচাপায় নিরাপত্তা কর্মী, নারায়ণগঞ্জে ইজিবাইক চালক, ফরিদপুরে ব্যবসায়ী, ঠাকুরগাঁওয়ে গৃহবধূ ও সিরাজগঞ্জে অটোরিক্সা চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে বৃহস্পতিবার সকালে সড়ক পারাপারের সময় টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মী শাহ আলম (৫০) বাসচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। নিহত শাহ আলম বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চরআইচা গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে টেক্সটাইল মিলের সামনের সড়ক পারাপারের সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী ঈগল পরিবহন শাহ আলমকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় শাহ আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শ্রমিকরা মিল সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বাস ও চালকের বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। নারায়ণগঞ্জ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের সদর উপজেলার পাগলায় একটি যাত্রীবাহী বাস ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে আঃ হাকিম (৩০) নামে ওই ইজিবাইকের চালক নিহত ও আরও দুই যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, পঞ্চবটি থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী নিয়ে পাগলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের সামনে অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক আঃ হাকিম নিহত হয়। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম উত্তম কুমার সরকার (৪৫)। তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার হরিসভা মহল্লার হরিপদ সরকারের ছেলে। তিনি একজন ব্যবসায়ী। আহত হয়েছেন রাজবাড়ী সদরের ভবানীপুর এলাকার মন্টু সাহার ছেলে পাপন সাহা (৪৮)। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, মাগুরা থেকে ঢাকাগামী একটি কভার্ডভ্যানের সঙ্গে ঢাকা থেকে মাগুরাগামী অপর একটি কভার্ডভ্যানের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত দুইজন ঢাকা থেকে মাগুরাগামী কভার্ডভ্যানের যাত্রী। ঠাকুরগাঁও দুই বছর বয়সের শিশুকে নিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন জুলেখা বেগম (৩৫) নামের এক গৃহবধূ। পথে বুধবার রাত ৮টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া নামক স্থানে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সন্তানসহ ছিটকে পড়েন গৃহবধূ এবং মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তবে অলৌকিকভাবে শিশুটির তেমন কোন ক্ষতি না হলেও গৃহবধূর স্বামী ইলিয়াস আলী গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। নিহত গৃহবধূ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকার মিল ব্যবসায়ী ইলিয়াস আলীর স্ত্রী। সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় ইসরাইল হোসেন (৩০) নামক অটোরিক্সা চালক নিহত এবং ৪ যাত্রী আহত হয়েছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ থেকে বেলকুচি যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ঠাকুরট্যাক এলাকায় অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয় এবং ৪ যাত্রী আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
×