ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেজাউল করিম এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান

প্রকাশিত: ০৯:০২, ৫ এপ্রিল ২০১৯

রেজাউল করিম এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপিয়ান শিপার্স কাউন্সিলের উদ্যোগে ১৮-২০ মার্চ নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের (এএসএ) সভায় দক্ষিণ এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্য থেকে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের চেয়ারম্যান রেজাউল করিমকে এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান হিসেবে ২০২০ সাল পর্যন্ত পুনঃনিযুক্ত করা হয়েছে। শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ২০১৫ সালে প্রতিষ্ঠিত এশিয়ান শিপার্স এ্যালায়েন্সে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এসসিবি চেয়ারম্যান রেজাউল করিম পাট রফতানিকারক প্রতিষ্ঠান এসএন জুট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি এফবিসিসিআইয়ের জেনারেল বডির সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের প্রাইভেট সেক্টর কনসালটেটিভ বোর্ডেরও চেয়ারম্যান ছিলেন। সভায় মেরিটাইম রেগুলেটরির সংস্কার; দ্রুতগতিতে শিপিং কস্ট বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধ; লাইনার কর্মক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তা; বাণিজ্য সুবিধা ও ব্যবসা সহজীকরণ; ব্যবসা, শিপিং লজিস্টিক ও সরবরাহ চেইন ব্যবস্থাপনা এবং টেকসই কার্গো ব্যবস্থাপনা ও সরবরাহের ক্ষেত্রে প্রযুক্তি প্রয়োগের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশের মধ্য থেকে হংকং শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান উইলি লিনকে এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃনিযুক্ত করা হয়েছে।
×