ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেট ফুয়েলের দাম বৃদ্ধি

প্রকাশিত: ০৯:০১, ৫ এপ্রিল ২০১৯

জেট ফুয়েলের দাম বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাসখানেক আগে বাংলাদেশে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি কিনতে যে অর্থ ব্যয় করতে হতো এখন প্রতি লিটারে খরচ করতে হচ্ছে তার চেয়ে ৫ টাকা বেশি। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে হচ্ছে ৫৬ টাকা ৬৫ পয়সায়। আর অভ্যন্তরীণ রুটের জন্য ৭২ টাকা। যেখানে একই সময়ে ব্যাংককে প্রতি লিটার জেট ফুয়েল ৪৬ টাকা ২০ পয়সা, সিঙ্গাপুরে প্রায় সাড়ে ৪৩, মালয়েশিয়ায় ৪৬, মাসকাটে প্রায় ৪৯ এবং কলকাতায় প্রতি লিটারে ব্যয় করতে হচ্ছে সাড়ে ৬৪ টাকা। তাদের মতে, দেশের বেসরকারী এয়ারলাইন্সগুলোকে টিকিয়ে রাখতে হলে সরকারকে অন্যান্য চার্জ কমানোর পাশাপাশি অন্তত আগামী কয়েক বছরের জন্য কর সমন্বয়ের উদ্যোগ নিতে হবে। এতে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বিমান ব্যবসায়। আর্থিকভাবে ভুক্তভোগী হতে পারেন যাত্রীরাও। এজন্য অন্যান্য চার্জ এবং বেশ কিছু কর কমানোর দাবি ব্যবসায়ীদের। এখন বাংলাদেশে বেসরকারীভাবে এয়ারলাইন্স খাতে ব্যবসা করছে ৩টি কোম্পানি।
×