ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে পদক্ষেপ দরকার

প্রকাশিত: ০৮:৫৮, ৫ এপ্রিল ২০১৯

বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে পদক্ষেপ দরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বড় বড় কোম্পানিগুলো শেয়ারবাজারে আসছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। ওইসব কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার জন্য বিকল্প পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেয়ারবাজার নিয়ে আয়োজিত এক মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একটি অনলাইন পত্রিকা এই মেলার আয়োজন করে। মেলায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, বিষেশ অতিথি হিসেবে ডিবিএ সভাপতি শাকিল রিজভী, বিএমবিএ সভাপতি নাছির উদ্দিন চৌধুরী ও ভিসিপিইএবির সভাপতি শামীম আহসান উপস্থিত ছিলেন। মশিউর রহমান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের এককভাবে বিনিয়োগের পরিমাণ কম। তবে সবার একত্রে বিনিয়োগের পরিমাণ অনেক। এই বাজারের সুবিধা হলো বিনিয়োগকারীর দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আরেকটি অন্যতম সুবিধা হচ্ছে- সহজেই বিনিয়োগ এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে স্থানান্তর করা যায়। তিনি বলেন, প্রাইভেট সেক্টরে বিনিয়োগের পরিমাণ বাড়ছে না। এই সেক্টরে বিনিয়োগের পরিমাণ এখন ফ্ল্যাট। এটি বাড়ানোর দরকার। যা শেয়ারবাজারের মাধ্যমে খুব সহজেই করা সম্ভব। তিনি আরও বলেন, দেশে বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে বিশেষ অতিথির বক্তব্যে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী বলেছেন, শেয়ারের দাম ঠিক করে বিনিয়োগকারীরা। একজনের ক্রয় এবং আরেকজনের বিক্রয়ের মাধ্যমে তা নির্ধারণ হয়। এখানে নিয়ন্ত্রক সংস্থার কোন ভূমিকা থাকে না। নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন আইন-কানুন করে থাকে। যাতে কোন অনিয়ম না হয়। শাকিল রিজভী বলেন, শেয়ারবাজার সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এগুলো সম্পর্কে বিনিয়োগকারীদের ধারণা রাখতে হবে। বাজারে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন ভূমিকা রয়েছে। কিন্তু বিনিয়োগকারীদের এটা ভাবলে ঠিক হবে না যে- সে যে কোন দামে শেয়ার কিনবে, আর সেই দামটা প্রতিহত করা এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আগের তুলনায় বর্তমান শেয়ারবাজারে অনেক নতুন এবং আধুনিক সুযোগ সুবিধা রয়েছে বলে জানিয়েছেন এখন বাজার নিয়ে যে কোন তথ্য খুব সহজেই পাওয়া যাচ্ছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইডে এখন কোম্পানির যাবতীয় খোঁজ খবর নেয়া যায়। নাছির উদ্দিন বলেন, আগের থেকে বাজারের কাঠামোগত যথেষ্ট উন্নতি হয়েছে। ২০০৯-১০ সালের দিকে বাজারে এ্যানালিস্ট খুব বেশি ছিল না। এখন অধিকাংশ প্রতিষ্ঠানের নিজস্ব রিসার্চ এ্যানালিস্ট আছে। তারা বিভিন্ন পণ্যের ওপর গবেষণা করে বাজারে সেগুলোর লাভজনক বিক্রয় নিশ্চিত করার চেষ্টা করে। তিনি বলেন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উন্নতির স্বার্থে যথাযথ কাজ করা হচ্ছে।
×