ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌমাছির কামড়ে ৬ জন আহত

প্রকাশিত: ০৮:৩০, ৫ এপ্রিল ২০১৯

মৌমাছির কামড়ে ৬ জন আহত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মৌমাছির কামড়ে শিশুসহ ইজিবাইকের ৬ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবড়ীর ইউনিয়নের রজলী-খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোটদাপ এলাকার লাইজু একই উপজেলার রকি, দরদরিয়া পাড়ার সৌরভ, সদর উপজেলার ধাক্কামারার মেহেরুন ও তার ছেলে আলিফ, মাগুড়া ইউনিয়নের ঝলইর দবিরুল। স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ইজিবাইকে যাত্রীরা আটোয়ারী যাওয়ার পথে রজলী-খালপাড়ার টাঙ্গন ব্রিজের পাশে গাছে থাকা মৌমাছি উড়ে এসে ইজিবাইকের যাত্রীদের আক্রমণ করে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৪ এপ্রিল ॥ সমাজসেবা বিভাগের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর আওতায় বিভিন্ন পর্যায়ে ২১৪ প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে নয় লাখ ৭৪ হাজার ১০০ টাকার চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ প্রমুখ।
×