ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:২৯, ৫ এপ্রিল ২০১৯

মুক্তিযোদ্ধার ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৪ এপ্রিল ॥ কাউখালী উপজেলায় মুক্তিযোদ্ধা ফজলুল হক হিরণের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচী শুরু হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে উপজেলা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অলি হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল জিহাদ, এনায়েত হোসেন তালুকদার, মোবারেক আলী মীর, আব্দুল রব হাওলাদার, মোঃ শাহ আলম, মুক্তিযোদ্ধার সন্তান জিয়াদুল হক, মুরশিদ কামাল শিকু প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে মুক্তিযোদ্ধা ফজলুল হক হিরণ কাউখালী থেকে কেউন্দিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তার বাড়ির কাছাকাছি আসলে সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে দেয়।
×