ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরার বেতনা নদী থেকে ডলফিন উদ্ধার

প্রকাশিত: ০৮:২৯, ৫ এপ্রিল ২০১৯

সাতক্ষীরার বেতনা নদী থেকে ডলফিন উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ১২ দিনের ব্যবধানে সাতক্ষীরার বেতনা নদী থেকে ইরাবতী ডলফিনটি ফের উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার বেতনা নদীর চরে আটকে থাকা অবস্থায় স্থানীয়রা ডলফিনটি উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডলফিনটি পুনরায় জোয়ারের পানিতে অবমুক্ত করা হয়। নাব্য হারানো বেতনা নদী থেকে ২২ মার্চ ডলফিনটি একটি জেলের জালে আটকা পড়ে। নাব্য হারানো বেতনা নদীতে ভাটির সময় প্রতিদিন নদীর তলদেশ জেগে ওঠে। বুধবার বিকেলে উপজেলার বুধহাটায় একটি ইটের ভাঁটিসংলগ্ন বেতনা নদীতে বিরল প্রজাতির এই ইরাবতী ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। এ সময় তারা নদীতে নেমে ডলফিনটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা ডলফিনটি সন্ধ্যায় নদীর জোয়ারের পানিতে অবমুক্ত করা হয়। তবে ডলফিনটি বেতনা নদী থেকে উদ্ধার করে খোলপেটুয়া নদীর গভীর পানিতে উন্মুক্ত করার দাবি জানান স্থানীয়রা।
×