ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৮:২৮, ৫ এপ্রিল ২০১৯

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, এরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তারা দিন-দুপুরে সন্ত্রাস-ছিনতাই করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন পাহাড়ে সেনা শাসন চলছে। এভাবে আর চলতে দেয়া যায় না। তিনি বৃহস্পতিবার পার্বত্যজেলা পরিষদ মিলনায়তনে পাহাড় জনগোষ্ঠীর প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই,বিজু (বৈসাবি) পালনে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান। তিনি বৈসাবি উৎসবকে আনন্দঘন পরিবেশে পালনে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাহাড়ী জনগোষ্ঠী বছরে একবার এই বৈসাবি উৎসব পালনের জন্য অধীর অপেক্ষায় থাকেন। সভায় ‘বৈসাবি’ উৎসবকে আরও আনন্দঘন পরিবেশে উদযাপনে ১১ এপ্রিল আনন্দ র‌্যালি, খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। নানা কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি জিটুআই মেজর রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তরী প্রমুখ। খাগড়াছড়িতে বেইলি ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির কৃষি গবেষণা এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ধসে পড়েছে। ফলে খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা ও রাঙ্গামটির সাজেক, বাঘাইছড়ি ও লংগদু’র সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রিজের দু’পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। বাজারের দিন হওয়ায় শত শত যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাক উঠে পড়লে ব্রিজটি ধসে পড়ে। ট্রাক থেকে সিমেন্ট আনলোড করে ধসেপড়া ব্রিজটি মেরামতের প্রস্তুতি চলছে।
×