ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত: ০৮:২৮, ৫ এপ্রিল ২০১৯

গফরগাঁওয়ে বিষ প্রয়োগে মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৪ এপ্রিল ॥ উপজেলার পাগলা থানাধীন পুড়াদিয়ার টেক গ্রামের মৎস্য হ্যাচারি মালিক মুশিকুর রহমান খান আশিক মাত্র দুই রাতের ব্যবধানে নিঃস্ব হয়ে পথে বসেছেন। গত সোম ও মঙ্গলবার রাতে চুরি করতে এসে ব্যর্থ হয়ে তার মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ওই হ্যাচারিরর দুটি পুকুরে প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। জানা গেছে, উপজেলার পুড়াদিয়ার টেক গ্রামের মুশিকুর রহমান খান আশিকের মৎস্য হ্যাচারির ১২০ শতক ও ১০০ শতক জায়গার ওপর গড়ে ওঠা দুটি পুকুরে একদল চোর মাছ চুরি করতে যায়। স্থানীয়রা টের পেয়ে যাওয়ায় ও চুরি করতে ব্যর্থ হয়ে চোরের দল পুকুরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। এতে করে পুকুর দুটির সমস্ত মাছ মরে ভেসে ওঠে। এই মৎস্য হ্যাচারির পুকুরে রুই, মৃগেল, কালিবাউস, রাজপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন আশিক। এ বছর দুই পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছের পোনা ছাড়া ছিল। পুকুর দুটির মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। কিন্তু বিষে সবই শেষ হয়ে গেছে। এআইইউবি-তে আইনবিষয়ক সেমিনার শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদোশের (এআইইউবি) আইন বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার’ এআইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজালুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহযোগী ডিন অধ্যাপিকা ড. ফারহানা হেলাল মাহাতাব, রাজবাড়ী জেলা প্রধান আইন সহায়তাকারী এবং সহকারী বিচারক জাকির হোসেন সিয়াম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী শিহাব আহমেদ সিরাজি এবং মুহিবুল্লাহ তানভির। বক্তারা জুডিশিয়ারি, বার, একাডেমিয়া, কর্পোরেটে শাখা, উন্নয়ন শাখা এবং আইনী কর্মক্ষেত্র নিয়ে আলোচনার মাধ্যমে সম্ভবনাময় কর্মজীবন সম্পর্কে শিক্ষার্থীদের আইনের মৌলিক বিষয়ে উৎসাহ প্রদান করেন। -বিজ্ঞপ্তি।
×