ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে বাহা উৎসব

প্রকাশিত: ১২:৪৮, ৪ এপ্রিল ২০১৯

পার্বতীপুরে বাহা উৎসব

নিজস্ব প্রতিবেদক, পার্বতীপুর ॥ ভারতের পশ্চিম বাংলার সাঁওতালী ও বাউল গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রথীন কিস্কু ও অভিনয় শিল্পী ডগর টুডুর নেতৃত্বে শিল্পী ও কলাকুশলীরা এবারে দিনাজপুরের পার্বতীপুরে সাঁওতালদের বাহা উৎসবে এসে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে মাতিয়ে গেলেন। স্থানীয় বাঙালীরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আদিবাসী নারী পুরুষ এসেছিল উৎসব উপভোগ করতে। এ যেন মিলন মেলা। দীর্ঘদিন পরে একত্রিত হতে পেরে তাদের মধ্যে কি আনন্দ অনুভূতি চোখে না দেখলে তা বোঝানো মুশকিল। এ দৃশ্যে অবিভূত দলনেতা রথীন বলেন কি অপূর্ব মেলবন্ধন। দুই বাংলার সংস্কৃতি, কালচার ও সামাজিক পরিবেশ অভিন্ন। কাঁটাতারের বেড়া দিয়ে যাকে আলাদা করা যায়নি। আমরা প্রকৃতির মানুষ, প্রকৃতিকে ভালবাসি। তাই আমরা বসন্ত উৎসব উদযাপন করি। তিনি আরও বলেন, দেশপ্রেমিক বিপ্লবী সেই সিঁধু, কানুর আমরা উত্তরসূরি। তাদের রক্ত আমাদের ধমনীতে প্রভাহিত। দিন বদল হয়েছে, হাজার বছরের পুরনো পানছি পিাহান আর ধুতি পরিহিত আদিবাসীদের অবহেলা করার দিন গত হয়েছে। তারা এখন অনেক অগ্রসর। আদিবাসীদের ঐতিহ্যবাহী সঙ্গীত বাংলা চলচ্চিত্রে ধার করে নেয়া হচ্ছে। এটি আমাদের বড় পাওয়া বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ দুই বাংলার সমন্বয়ে সমতলের সবচেয়ে সংখ্যাধিক্য জাতিগোষ্ঠী সাঁওতালদের দ্বিতীয় বৃহত্তম বাহা পরব ছিল ২৯ ও ৩০ মার্চ দুই দিনব্যাপী। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জাতীয় আদিবাসী পরিষদ। পার্বতীপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে চন্ডিপুর ইউনিয়নের সাঁওতাল অধ্যুষিত বারকোনা খেলার মাঠে মৌঞ্জহি পরিষদ ও আদিবাসী সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে জমকালো বিশাল স্টেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উৎসবের উ™ে¦াধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য, গবেষক মাসুদুল হক, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পার্বতীপুরের ইউএনও রাহেনুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, এনজিও ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিনচন্দ্র মু-া, প্রদীপ দত্ত, সাংবাদিক রাজিব নূর, শ.আ.ম হায়দার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেন, অনুষ্ঠানের সভাপতি বাসন্তি মুরমু। মূলত তাদের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বতীপুরে বারকোনার মতো অজপাড়াগাঁয়ে গত ৩ বছর ধরে এ অনুষ্ঠান হয়ে আসছে।
×