ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বসুন্দরীতে সিয়াম-পরী

প্রকাশিত: ১২:৪৭, ৪ এপ্রিল ২০১৯

বিশ্বসুন্দরীতে সিয়াম-পরী

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র দিবসে নতুন চলচ্চিত্রের ঘোষণা হলো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। এ চলচ্চিত্রের পরিচালক হিসেবে অভিষেক ঘটল জনপ্রিয় টিভি নাটক নির্মাতা চয়নিকা চৌধুরীর। তার প্রথম চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধল এ সময়ের দর্শকপ্রিয় দুই মুখ চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ব্যালকনি হলে বুধবার বিকেলে জাঁকজমক এক আয়োজনে চয়নিকা চৌধুরী তার চলচ্চিত্র ও শিল্পীদের নাম ঘোষণা করেন। ‘বিশ্বসুন্দরী’ নামের এ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মন রশীদ খান। চিত্রায়ন করবেন কামরুল হাসান খসরু। এই প্রথমবারের মতো এই চলচ্চিত্র প্রযোজনার মধ্যদিয়ে চলচ্চিত্র প্রযোজনায় অভিষেক ঘটল সান মিউজিক এ্যান্ড মোশন পিকসার্চের। চলচ্চিত্রটির ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন। এ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ। চলচ্চিত্রের নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী পরীমনি, মুনীরা মিঠু, আনন্দ খালেদ, পরিচালক চয়নিকা চৌধুরী, রুম্মন রশীদ খান, সান মিউজিক এ্যান্ড মোশন পিকসার্চের পক্ষে অজয় কুমার কুন্ডুসহ আরও অনেকে। অনুষ্ঠানে অজয় কুমার কুন্ডু বলেন, কাকতালীয়ভাবে হলেও আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই প্রথমবারের মতো চলচ্চিত্র তৈরি হচ্ছে এবং প্রথমবারের মতো এই চলচ্চিত্র পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। আশাকরি দর্শক আমাদের চলচ্চিত্রটি সেই আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে গ্রহণ করবেন। চয়নিকা চৌধুরী বলেন, আজ আমি খুব আবেগাপ্লুত। আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। দর্শক এতদিনে আমাকে যেভাবে গ্রহণ করেছে আশাকরি এই চলচ্চিত্রও সেইভাবে গ্রহণ করবে। সুবর্ণা মোস্তাফা বলেন, চয়নিকা সম্পর্কে আমার ধারণা আছে। আমার মনে হয় ভাল কিছু দর্শককে উপহার দিতে পারব। সিয়াম বলেন, চয়নিকা দিদিকে আমার অভিনন্দন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার চলচ্চিত্রে আমি প্রথমবারের মতো কাজ করছি এবং তাতে প্রথমবারের মতো পরীর সঙ্গে সুযোগ হলো অভিনয় করার। পরীমনি বলেন, আজ আমি খুবই এক্সাইটেড এই মুহূর্তে। এই চলচ্চিত্রে শোভা নামের একটি চরিত্রে আমি অভিনয় করব। সবশেষে কেক কেটে চলচ্চিত্রটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
×