ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল ফিক্সিং, সাবেক ভারতীয় কোচ গ্রেফতার!

প্রকাশিত: ১২:২৯, ৪ এপ্রিল ২০১৯

আইপিএল ফিক্সিং, সাবেক ভারতীয় কোচ গ্রেফতার!

স্পোর্টস রিপোর্টার ॥ অর্থ-নারী, মদ-জুয়া, ফিক্সিং এসব যেন আইপিএলের নিত্যসঙ্গী। কখনও সেটি প্রকাশ্যে আসে, কখনও আসে না। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে এবার ভারতের জাতীয় নারী দলের সাবেক কোচ তুষার অরোতকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে আরও ১৮ জন গ্রেফতার হয়েছেন। জানা গেছে, দেশটির ভাদোদরার একটি ক্যাফে থেকে সাবেক কোচ তুষারকে গ্রেফতারের সময় গ্রেফতারকৃত অন্যরা তার সঙ্গে ছিলেন। এদের প্রত্যেকেই আইপিএলে বিভিন্ন ধরনের জুয়ার (বেটিং) সঙ্গে জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি দামী গাড়িও আটক করা হয়েছে। সবগুলোই বাজেয়াফত করা হয়েছে। এছাড়া তাদের কাছে থাকা একটি প্রজেক্টরও বাজেয়াফত করেছে পুলিশ। জ্যেষ্ঠ কর্মকর্তা জেএস জাদেজা জানিয়েছেন, দিল্লী­ক্যাপিট্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচ চলাকালে তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, একটি ক্যাফেতে হানা দিয়ে আমরা তুষারসহ ১৯ জনকে গ্রেফতার করেছি। তাদের ফোন ও যানবাহন জব্দ করা হয়েছে। মাত্র বছর দু’য়েক আগে মিতালি রাজের নেতৃত্বে ভারত লর্ডসে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল। তখন তাদের কোচ ছিলেন তুষার। সাবেক জাতীয় কোচ ফিক্সিংয়ের অপরাধে আটক হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২০১৭ নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। টুর্নামেন্টের পরেই কোচের পদ ছেড়ে দেন তুষার। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার তার বিরুদ্ধে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) বোর্ডের কাছে নালিশ জানান। হরমনপ্রিত কউরের মতো সিনিয়র ক্রিকেটাররা তুষারের ট্রেনিং পদ্ধতিতে খুশি ছিলেন না। উল্লেখ্য, এর আগে আইপিএল চলাকালীন ফিক্সিংয়ের অভিযোগে দিল্লী পুলিশ গ্রেফতার করেছিল সাবেক জাতীয় তারকা শ্রীশান্থ’, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চবনকে। দুর্নীতি-অনিয়মের দায়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসসহ দুটি ক্লাবকেও নিষিদ্ধ হতে হয়েছিল।
×