ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকইনফোয় প্রতিবেদন

বাংলাদেশের বিশ্বকাপ দলে ইমরুল!

প্রকাশিত: ১২:২২, ৪ এপ্রিল ২০১৯

বাংলাদেশের বিশ্বকাপ দলে ইমরুল!

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইমরুল কায়েসকে রাখা হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও যখন বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছিলেন সেখানেও ইমরুলের থাকার কোন সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু বিশ্বকাপে দলগুলো যে দল নিয়ে খেলতে যাবে ক্রিকইনফো সেই সম্ভাব্য দলগুলো নিয়ে আলোচনা করেছে। সেখানে বাংলাদেশ দলে আছেন ইমরুল কায়েস। ক্রিকইনফোয় বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ রয়েছেন। এই নামগুলো সবার মুখেই উচ্চারিত হচ্ছে। এই নামগুলোর সঙ্গে ক্রিকইনফোর বাংলাদেশের বিশ্বকাপ দলে ইমরুল কায়েসও আছেন। বিশ্বকাপ দল নিয়ে এখন সবদলই চিন্তায় আছে। সেরা দলটিই বানানোর চেষ্টায় আছে দলগুলো। ২৩ এপ্রিলের মধ্যে বিশ্বকাপ দল দিতে হবে। ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশও দল গুছানোর কাজ করে চলেছে। মোটামুটি দল চূড়ান্তই। এখন শুধু দুই একটি জায়গা নিয়ে কাজ চলছে। ১৮ এপ্রিলের মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ দল দিয়ে দেয়ার কথা। এর আগে ক্রিকইনফো একটি সম্ভাব্য দল দিয়েছে। সবার জল্পনা-কল্পনায় কেমন হবে নিজের প্রিয় দলের স্কোয়াড, সেটাই আছে। বসে নেই ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বকাপে খেলা অন্যান্য দলের সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করেছে ক্রিকইনফো। পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ। তার মানে ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে সব দলই এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড গুছিয়ে নিতে। ক্রিকইনফোর প্রকাশিত সম্ভাব্য স্কোয়াডে বাংলাদেশের দল নিয়েও আলোচনা করা হয়েছে। যেখানে বলা হয়, ইংল্যান্ডে এবার বাংলাদেশ যাবে বড় আশা নিয়ে। বলা হয়েছে ২০১৫ বিশ্বকাপে টাইগারদের দুর্দান্ত পারফর্মের কথা। দলপতি মাশরাফির নেতৃত্বে নিজেদের দিনে যে কোন দলকে হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে বাংলাদেশÑ সেটিও মনে করিয়ে দেয়া হয়েছে। সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদের কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। বাংলাদেশের এই পাঁচ সিনিয়র ভিন্ন ভিন্ন জায়গায় দলকে টেনে তুলতে সক্ষম। মুশফিক, তামিম আর সাকিবের সাম্প্রতিক ইনজুরি বাংলাদেশকে অনেক ভুগিয়েছে এমনটা বলে ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের আরও সতর্কভাবে প্রস্তুত করছে। প্রতিবেদনে বলা হয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে কিছুটা আগ বাড়িয়ে বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে কে কে থাকতে পারেন সেটি বলেছেন। তবে দলের নির্বাচকের ভূমিকায় থাকা মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের তৈরি স্কোয়াড পেলেই সবুজ সঙ্কেত জানাতে পারবেন বিসিবি সভাপতি। কিছু সময় জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েসকে নিয়েও আলাদা করে প্রতিবেদনে লেখা হয়েছে। যেখানে বলা হয়, বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস গত অক্টোবরে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে ৩৪৯ রান করেছেন। যদিও সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডে তাকে নেয়া হয়নি, তারপরও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে পারেন ইমরুল। এখন দেখা যাক, শেপর্যন্ত ইমরুল দলে থাকেন কিনা। ক্রিকইনফোর প্রতিবেদনে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড ॥ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস।
×