ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ব্লান্ডেল-চমক

প্রকাশিত: ১২:২১, ৪ এপ্রিল ২০১৯

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ব্লান্ডেল-চমক

শাকিল আহমেদ মিরাজ ॥ ৩০ মে ’২০১৯ ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে বসবে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াই ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। সবার আগে দল ঘোষণা করে উন্মদনা উস্কে দিল নিউজিল্যান্ড। গতবারের ফাইনালিস্টদের স্কোয়াডে বড় চমক টম ব্লান্ডেল। বিজে ওয়াটলিং, টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের মতো পরিচিত উইকেটরক্ষকদের বাইরে রেখে তাকে বেছে নিয়েছে ব্ল্যাকক্যাপস নির্বাচকম-লি। অথচ ২৮ বছর বয়সী কিউই ক্রিকেটারের এখনও ওয়ানডে অভিষেকই হয়নি। দ্বিতীয় স্পিনার হিসেবে টড এ্যাস্টলের পরিবর্তে ইশ সোধির জায়গা করে নেয়াটাও আলোচিত। গুঞ্জন আছে, অধিনায়ক কেন উইলিয়ামসনের বিশেষ পছন্দে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ১৫ সদস্যের দলে বাকি সবাই পরিচিত মুখ। মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, টম লাথাম, রস টেইলর, কলিন মুনরো, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি সবাই আছেন। ২০১৭ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ব্লান্ডেল। তবে পরের টেস্টে ভাল না করার পর বাদ পড়েন। খেলেছেন মাত্র তিনটি টি২০। সেখানেও বলার মতো নয় পারফর্মেন্স। তবে ব্লান্ডেলকে দলে নেয়ায় বিস্ময়ের মূল কারণ, ২৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ব্যাটিং রেকর্ড সমৃদ্ধ নয়। টেস্ট দলের কিপার বিজে ওয়াটলিংকে মনে করা হয় ব্যাটিং সামর্থ্যে এগিয়ে। আরও দুই কিপার গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট আগ্রাসী ব্যাটিংয়ে সামর্থ্যরে ছাপ রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু নির্বাচকরা বেছে নিলেন ব্লান্ডেলকে। দ্বিতীয় স্পিনার হিসেবে বাজিয়ে দেখতে সর্বশেষ বাংলাদেশ সিরিজে খেলানো হয়েছিল লেগস্পিনার টড এ্যাস্টলকে। তবে তিনি মন ভরাতে পারেননি নির্বাচকদের। তাই আরেক লেগস্পিনার সোধি জায়গা পেলেন দলে। কিউই কোচ গ্যারি স্টেড বলছেন, খুব ভারসাম্যপূর্ণ দল হয়েছে তাদের, ‘স্বাভাবিকভাবেই যে কোন বড় টুর্নামেন্টের আগে দল ঘোষণা করতে হলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ডাক না পাওয়া বেশ কিছু খেলোয়াড়ের মন খারাপ হয়ে যায়। আমাকেও এমন কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এত বড় একটা টুর্নামেন্টের আগে দলের রসায়ন খুঁজে পাওয়া অনেক দরকার, সেদিকেই মূল লক্ষ্য রেখেছি আমি। ওয়ানডে দল হিসেবে গত বেশ কয়েক বছর ধরে আমরা বেশ ধারাবাহিক। সুযোগ পাওয়া সব খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছি। বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে আশা করি সবাই প্রস্তুত।’ দল ঘোষণার শেষ সময় এখনও প্রায় তিন সপ্তাহ দূরে। অনেক দল এখনও কিছু জায়গা নিয়ে আছে দোলাচলে। কিন্তু মাঠে দারুণ ছন্দে থাকা কিউইরা সবার আগে দল ঘোষণা করে মানসিক প্রস্তুতির জানান দিল। ব্লান্ডেল জায়গা পেলেও দলের মূল উইকেটরক্ষকের দায়িত্বে থাকবে টম লাথামের গ্লাভসে। পেস আক্রমণে পরিচিত মুখ ট্রেন্ট বোল্ট ও লুকি ফার্গুসন। দু’জনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে মূল একাদশে জায়গা করে নিতে লড়বেন ম্যাট হেনরি ও টিম সাউদি। মূল স্পিনার অবশ্যই মিচেল স্যান্টনার। তার সঙ্গে স্কোয়াডে দ্বিতীয় স্পিনার হিসেবে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেগস্পিনার ইশ সোধি। ইংলিশ কন্ডিশনের বিবেচনায় পেস বোলিং-অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন দু’জন, কলিন ডি গ্রান্ডহোম ও জিমি নিশাম। ফলে জায়গা হয়নি ডগ ব্রেসওয়েলের। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে তুখোড় উইলিয়ামসনের সঙ্গে আছেন অভিজ্ঞ রস টেলর, ধুন্ধুমার মার্টিন গাপটিল ও স্টাইলিশ হেনরি নিকোলস। মাসের শেষদিকে ক্রাইস্টচার্চে প্রস্তুতি ক্যাম্প করবে নিউজিল্যান্ড বিশ্বকাপ দল। এরপর প্রস্তুতি ম্যাচ খেলবে তারা অস্ট্রেলিয়ায়। আগামী ৩০ মে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১ জুন কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযানে নামবে উইলিয়ামসন-বাহিনী। নিউজিল্যান্ড বিশ্বকাপ (ওয়ানডে) দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
×