ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাঁওতাল হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

প্রকাশিত: ১২:০৭, ৪ এপ্রিল ২০১৯

সাঁওতাল হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ এপ্রিল ॥ সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেয়ার দাবিতে সাঁওতালরা বুধবার গাইবান্ধায় পিবিআই অফিসের সম্মুখে অবস্থান, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী পালন করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ ও আদিবাসী বাঙালী সংহতি সমাবেশ এই কর্মসূচীর আয়োজন করে। গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লী থেকে সহস্রাধিক আদিবাসী সাঁওতাল ও বাঙালীরা নানা রকম দাবি সম্বলিত ফেস্টুন, ব্যানারসহ গাইবান্ধা শহরে এসে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি পিবিআই অফিসের সম্মুখে অবস্থান কর্মসূচী পালন করার লক্ষ্যে এগিয়ে যায়। কিন্তু পুলিশ মিছিলটিকে পলাশপাড়া মোড়ে ডিবি রোডে বাধা প্রদান করে। বাধা পেয়ে সাঁওতালরা ওই স্থানে রাস্তার ওপর বসে পড়ে এবং তাদের সব দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানায়। এসময় ডিবি রোডের কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নবেম্বর আদিবাসী সাঁওতাল পল্লীতে সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু, আহত হন অসংখ্য সাঁওতাল, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়।
×