ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ লাখ টাকা মুক্তিপণে উদ্ধার রোহিঙ্গা শিশু

প্রকাশিত: ১২:০৭, ৪ এপ্রিল ২০১৯

পাঁচ লাখ টাকা মুক্তিপণে উদ্ধার রোহিঙ্গা শিশু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পাঁচ লাখ টাকা মুক্তিপণে ফিরেছে এক রোহিঙ্গা শিশু। অপহরণের শিকার ৪ বছরের শিশু পুত্রকে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে এক সপ্তাহ পর ফিরে পেয়েছে মা-বাবা। টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হতে অপহৃত হয় শিশুটি। তবে ওই রোহিঙ্গা পরিবার হঠাৎ পাঁচ লাখ টাকা কোথায় পেয়েছে? কী তার ব্যবসা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে জল্পনাকল্পনা চলছে। জানা যায়, মঙ্গলবার সকাল থেকে অপহৃতের পিতা ইয়াছিন, মা আজমিরা প্রকাশ কইতরী নগদ পাঁচ লাখ টাকা নিয়ে হ্নীলা স্টেশনে অপেক্ষা করে। তবে বিষয়টি কাউকে বুঝতে দেয়নি। দুপুরে অপহরণকারী চক্রের এক সদস্য মুক্তিপণের নগদ ৫ লাখ টাকা বুঝে নিয়ে দ্রুত হ্নীলা বাসস্টেশন হতে সটকে পড়ে। বিকেল সাড়ে ৩টায় একটি মুঠোফোন থেকে কল করে জানায়, তোমার ছেলে সিএনজিতে আসছে বুঝে নিও বলে মুঠোফোন বন্ধ করে দেয়। সন্ধ্যার আগে অপহৃত শিশু বহনকারী অটোরিক্সা মা-বাবা পরিবহন (কক্সবাজার-থ-১১-৬০৪১) যোগে হ্নীলা স্টেশনে পৌঁছলে তারা শিশুকে বুঝে নেয়। পরে হৈহুল্লোড় করে রোহিঙ্গারা। এ সময় অপহৃত শিশু মোঃ কাউছার উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। তখন উপস্থিত লোকজন জড়ো হয়ে সিএনজিসহ চালক রামু আজিজুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুস সোবহানের পুত্র জয়নাল আবেদীনকে আটক করে পুলিশে দেয়। শিশু কাউছার জানায়, জনৈক লালু আব্বুর বন্ধু এবং পার্শ্ববর্তী রফিক তাকে নিয়ে যায়। উল্লেখ্য, গত ২৭ মার্চ দুপুর আড়াইটার দিকে প্রতিদিনের ন্যায় প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ‘এইচ’ ব্লকের ৬২৬ নম্বর শেডের ১০নং কক্ষের বাসিন্দা মোঃ ইয়াছিন প্রকাশ কমিটি ইয়াছিনের পুত্র মোঃ কাউছার ।
×