ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় লরিচাপায় যাত্রীসহ নিহত দুই

প্রকাশিত: ১২:০৬, ৪ এপ্রিল ২০১৯

নেত্রকোনায় লরিচাপায় যাত্রীসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ এপ্রিল ॥ দুর্গাপুর উপজেলায় বালুবোঝাই লরির চাপায় অটোরিক্সা চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার শুকনাকুড়ি এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বেলা সোয়া ১১টার দিকে অটোরিক্সাটি যাত্রী নিয়ে পূর্বধলা চৌরাস্তা থেকে দুর্গাপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সোমেশ্বরী নদীর বালু নিয়ে আসছিল লরিটি। শুকনাকুড়ি এলাকায় পৌঁছলে লরিটি অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সাচালক দুর্গাপুরের লক্ষ্মীপুর গ্রামের লালচান খাঁ ও যাত্রী পূর্বধলা উপজেলার লাঠুনিয়া গ্রামের আজিজুল মিয়া ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়িতে উদ্ধারকর্মী পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, বিআরটিসি বাস ও পিকআপের সংঘর্ষের পর কাভার্ড ভ্যানের চাপায় একজন উদ্ধারকর্মী নিহত হয়েছে। বুধবার সকাল সোয়া ৭টার আলুটিলার জিরো মাইলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ৫০ যাত্রী নিয়ে বিআরটিসি বাসটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। বাসটি আলুটিলার পাহাড়ে ওঠার সময় বিপরীত দিক আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসের চালক পালিয়ে গেলে বাসটি উল্টো পথে প্রায় ১শত গজ দূরে এসে একটি গাছে আটকে গেলে যাত্রীরা প্রাণে রক্ষা পায়। এ সময় অপর একটি কার্ভার ভ্যান এসে উদ্ধার কর্মীদের ওপর তুলে দিলে আহমুদুল নামে একজন উদ্ধারকর্মী গুরুতর আহত হয়। খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। নান্দাইলে টমটম চালক সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, সড়ক দুর্ঘটনায় এক টমটম চালক নিহত হয়েছে। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার নান্দাইল থেকে মালবাহী একটি টমটম কানুরামপুরের দিকে যাচ্ছিল। এ সময় মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ মহাসড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
×