ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রী হত্যা মামলার আসামির হুমকিতে পরিবার যশোর ছাড়া

প্রকাশিত: ১২:০৬, ৪ এপ্রিল ২০১৯

ছাত্রী হত্যা মামলার আসামির হুমকিতে পরিবার যশোর ছাড়া

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের কারবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা করে তার পরিবারের সদস্যরা নিরাপত্তা হারিয়েছেন। তারা জীবন বাঁচাতে যশোর ছেড়ে চলে গেছেন। তৃষার বাবা তরিকুল ইসলাম অভিযোগ করেন, এ মামলায় আসামিদের আটকের দাবিতে একাধিকবার মানববন্ধন হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে তৃষার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। মামলাটি স্থবির হয়ে যাচ্ছে। নড়াইল সদর উপজেলার ভাটিয়া গ্রাম থেকে যশোর শহরে জীবিকার তাগিদে এসেছিলেন তরিকুল ইসলাম। শহরে তিনি ইজিবাইক চালাতেন। খোলাডাঙ্গা স্যালভিশন আর্মি পাড়ায় কোমর আলীর বাড়িতে তিনি ভাড়া থাকতেন। তিনি বলেন, গত ৩ মার্চ একই এলকার প্রফুল্ল বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া শামীম, সাইফুল ও শক্তি তার মেয়েকে গুম করে। তারপর ধর্ষণ করে হত্যা করে। মরদেহ বস্তাবন্দী অবস্থায় তার বাড়ির পাশে গর্তের মধ্যে ফেলে রাখে। ৪ মার্চ তারা লাশের সন্ধান পান। চবি হলে সিট বরাদ্দের দাবিতে বিক্ষোভ ॥ উপাচার্যের আশ্বাস চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের উদ্বোধনের ৪ বছর পেরিয়ে গেলেও আবাসন ব্যবস্থা চালু না হওয়ায় সিট বরাদ্দের দাবিতে বুধবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় চার দফা দাবি নিয়ে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করতে গেলে উপাচার্য আগামী রবিবার থেকে হলের ফরম বিতরণ করা হবে বলে আশ্বাস দেন। ২০১৫ সালের ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাসিক এ হলটিতে শিক্ষার্থীদের এ্যাটাচম্যান্ট দেয়া হলেও আসন বরাদ্দ দেয়া হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।
×