ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনের জের ॥ আমতলীতে যুবলীগ নেতাকে মারধর

প্রকাশিত: ১২:০৫, ৪ এপ্রিল ২০১৯

নির্বাচনের জের ॥ আমতলীতে যুবলীগ নেতাকে মারধর

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ এপ্রিল ॥ উপজেলা নির্বাচনের জের ধরে আমতলী সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জিএম হান্নান গাজীকে (৩২) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হান্নানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার ফকিরবাড়ী স্ট্যান্ডে। জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের যুবলীগ সভাপতি জিএম হান্নান সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান (স্বতন্ত্র) প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুর সমর্থন করেন। আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা অপর আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ গোলাম ছরোয়ার ফোরকানের সমর্থন করেন। এ নির্বাচনে গোলাম ছরোয়ার ফোরকান জয়লাভ করেন এবং সামসুদ্দিন আহম্মেদ ছজু পরাজিত হয়। হান্নান ছজুর সমর্থন করায় ক্ষিপ্ত হয় ফোরকানের সমর্থক মিঠু মৃধা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হান্নান ফকিরবাড়ী স্ট্যান্ডে চাপান করছিল। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধার নেতৃত্বে হানিফ প্যাদা, নয়ন মল্লিক, রুবেল, সুমন, মামুন, সুলতানসহ ১৪/১৫ জন হান্নানকে ধরে বেধড়ক মারধর করেছে। এ মারধরে হান্নানের বাম চোখ, দাঁত ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুইজনের রিমান্ড মঞ্জুর নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩ এপ্রিল ॥ সুবর্ণচরে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলার বিচারিক ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতের বিচারক নবনীতা গুহ শুনানি শেষে আবুল বাসারের তিনদিন ও ইউসুফ মাঝির দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে একই আদালতে আত্মসমার্পণ করে জামিন চেয়েছে মামলার প্রধান আসামি আবুল কালাম বেচু। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মঙ্গলবার গ্রেফতারকৃত অপর তিন আসামি আরমান, রুবেল ও রয়হানেরও সাত দিন করে রিমান্ড চেয়ে নবনীতা গুহের আদালতে সোপর্দ করা হয়। মামলায় এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে এবং একজন স্বেচ্ছায় আত্মসমার্পণ করে।
×