ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে নিখোঁজ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:০৫, ৪ এপ্রিল ২০১৯

সোনারগাঁয়ে নিখোঁজ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ কর্মকর্তা টিএসআই মোঃ সেলিম মিয়ার (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১০টায় বন্দরের চর ধলেশ্বরীচর সংলগ্ন মেঘনা নদীর তীরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে পুলিশ লাইন্সে নিয়ে আসে। বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পুলিশের টিএসআই মোঃ সেলিম মিয়ার লাশ বন্দরের চর ধলেশ্বরীচর সংলগ্ন মেঘনা নদীর তীরে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে পুলিশ লাইন্সে নিয়ে যায়। নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন জানান, ট্রলারডুবির ঘটনায় নিহত টিএসআই মোঃ সেলিম মিয়ার জানাজা বেলা আড়াইটায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গোপালগঞ্জ সদর থানার গোপিনাথপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্যে তার আত্মীয়-স্বজনরা নিয়ে যান।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় সর্বশেষ পুলিশের টিএসআই মোঃ সেলিম মিয়ার লাশ বন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার করা হলো। এরপর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকার একটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ১৯ জনের একটি দল ট্রলারযোগে সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ঘাটে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর চরহোগলায় ট্রলারটি ডুবে যায়।
×