ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তিনির্ভর যোগ্য নেতৃত্বের বিকল্প নেই ॥ পলক

প্রকাশিত: ১২:০৩, ৪ এপ্রিল ২০১৯

তথ্যপ্রযুক্তিনির্ভর যোগ্য নেতৃত্বের বিকল্প নেই ॥ পলক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মেধা থাকলে বিশ্ব জয় করা যায়। একটি ল্যাপটপ দিয়ে বিশ্বকে হাতের মুঠোয় আনা সম্ভব। তথ্যপ্রযুক্তিনির্ভর সুযোগ্য নেতৃত্বের বিকল্প নেই। এর মাধ্যমেই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। তরুণ প্রজন্মকে কেবল জানার সুযোগ দিতে হবে। তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সারাবিশ্বে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। মনে রাখতে হবে আত্মহত্যা নয়, আত্মকর্মসংস্থানই সঠিক পথ। তিনি বুধবার সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে আয়োজিত শিক্ষিত তরুণ-তরুণী ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ‘ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক প্রকল্পের আওতায় সফল উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণ জনগোষ্ঠীর পাশাপাশি অভিভাবকদেরও তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতন করতে হবে।
×