ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:০২, ৪ এপ্রিল ২০১৯

ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৩ এপ্রিল ॥ মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে দাউদকান্দি পৌরবাজারের মুক্তিযোদ্ধা অফিসের সামনে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম দাউদকান্দি সব মুক্তিযোদ্ধাকে বিভিন্ন জাতীয় দিবসে অবমূল্যায়ন করে ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে আমাদের না জানিয়ে উদযাপন করেন এমনকি স্বাধীনতা দিবসের উদযাপন কমিটিতেও মুক্তিযোদ্ধাদের নাম রাখেনি, এছাড়া দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় স্থানীয় এমপি সুবিদ আলী ভুঁইয়াও আমাদের দাওয়াত দেননি। তাই আমরা অনতিলম্বে ইউএনও মাহবুব আলমের অপসারণ চাই। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ শাহজাহান, রুহুল আমিন, আহমেদ উল্যাহ্, হালিম, মোকসেদ প্রমুখ। শিক্ষার মানোন্নয়নে সেমিনার সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে ধানম-ির একটি হোটেলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্টামফোর্ডের বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী নকী, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন ঢাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।-বিজ্ঞপ্তি
×