ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৈশ্বিক ই-কমার্সের বাজার ২৯ লাখ কোটি ডলার

প্রকাশিত: ১১:৫৯, ৪ এপ্রিল ২০১৯

বৈশ্বিক ই-কমার্সের বাজার ২৯ লাখ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈশ্বিক ই-কমার্স বাজার ছাড়িয়েছে ২৯ লাখ কোটি ডলার। ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড এ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাডে) সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে এই তথ্য জানানো হয়। ফোর্বস জানায়, ২০১৭ সালে জরিপের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে আঙ্কটাড। ই-কমার্সের বড় বাজারের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ২০১৭ সালে দেশটিতে ই-শপের মাধ্যমে বিক্রি হয় ৯ লাখ কোটি ডলারের পণ্য। ২০১৬ সালের ধারাবাহিকতায় যথারীতি দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে জাপান ও চীন। আর দক্ষিণ কোরিয়াকে হটিয়ে শীর্ষ ই-কমার্সের চতুর্থ স্থান দখল করেছে জার্মানি। আর অনলাইন ক্রেতার তালিকায় শীর্ষে রয়েছে চীন। ২০১৭ সালে দেশটির ৪৪ কোটি ভোক্তা নিয়মিত ই-শপ থেকে কেনাকাটা করেন।
×